এক্সপ্লোর
রঞ্জি ফাইনাল: ব্যাট করতে পারলেন না অসুস্থ পূজারা, প্রথম দিন পাঁচ উইকেট তুলে নিয়ে সুবিধাজনক জায়গায় বাংলা
রঞ্জি ট্রফির ফাইনালে টসে হেরে ফিল্ডিং করতে নেমে দুরন্ত কামব্যাক বাংলার। তিন উইকেট নিয়ে সৌরাষ্ট্রের টপ অর্ডার ভাঙলেন আকাশ দীপ।

রাজকোট: রঞ্জি ট্রফির ফাইনালে টসে হেরে ফিল্ডিং করতে নেমে দুরন্ত কামব্যাক বাংলার। তিন উইকেট নিয়ে সৌরাষ্ট্রের টপ অর্ডার ভাঙলেন আকাশ দীপ। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের সংগ্রহ পাঁচ উইকেটে ২০৬ রান। পরিস্থিতি একেবারেই অনুকূল ছিল না বাংলার পেসারদের কাছে। কিন্তু এতে কোনওভাবেই হতোদ্যোম হয়ে পড়েননি বাংলার বোলাররা। তাঁরা তাঁদের পরিকল্পনায় স্থির থাকেন এবং রান রেট কোনওভাবেই বাড়াতে দিলেন না সৌরাষ্ট্রের ব্যাটসম্যানদের। এরফলে যে চাপ তৈরি হল, তাতে প্রথম দিনে এল পাঁচ উইকেট। এরসঙ্গে যুক্ত হয়েছে, সৌরাষ্ট্রের চেতেশ্বর পূজারার অসুস্থতা। ব্যাট করতে নেমে পাঁচ রান করে রিটায়ার্ড হলেন তিনি। আগামীকাল নতুন বলে বাংলার পেসারদের সৌরাষ্ট্রের লোয়ার অর্ডার কীভাবে সামলায়, সেটাই এখন দেখার। প্রথম সেশনে কোনও উইকেট পড়েনি সৌরাষ্ট্রের। কিন্তু মধ্যাহ্নভোজের পর বিপক্ষ শিবিরে জোড়া আঘাত হেনে লড়াইয়ে ফিরে আসে বাংলা। বাংলাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন শাহবাজ আহমেদ। তিনি হার্ভিক দেশাইকে ৩৮ রানে আউট করেন। ৮২ রানে সৌরাষ্ট্র প্রথম উইকেট হারায়। এরপর আঘাত হানেন আকাশ দীপ। অন্য ওপেনার অভি বারোট (৫৪) তাঁর বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সৌরাষ্ট্র। তিন নম্বরে নেমে বিসভরাজ জাডেজা বেশ স্বচ্ছন্দেই খেলছিলেন। কিন্তু হাফসেঞ্চুরি পূর্ণ করার পরই আকাশ দীপের বলে তাঁকে আউট হয়ে যেতে হয়। তিনি করেন ৫৪ রান। ১৬৩ রানে তৃতীয় উইকেট হারায় সৌরাষ্ট্র। এরপর ঈশান পোড়েলের শিকার হন শেলডন জ্যাকসন (১৪)। ১৮২ রানে চতুর্থ উইকেটের পতনের পর পূজারা ব্যাট করতে নামেন। এর আগে তিন নম্বরে ব্যাট করতে নামেননি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২৪ বল খেলে পাঁচ রান করেন তিনি। কিন্তু বাইশ গজে তিনি অসুস্থ বোধ করেন। শেষপর্যন্ত মাঝপথেই রিটায়ার্ড হার্ট হন। সদ্য নিউজিল্যান্ড সফর থেকে ফিরেছেন পূজারা। বাংলার পেসারদের দাপটের মধ্যে তাঁর এই অসুস্থতা ফাইনালে সৌরাষ্ট্রের পক্ষে বড় ধাক্কা। দিনের শেষে চেতন সাকারিয়াকে ফিরিয়ে বাংলা শিবিরের স্বস্তি আরও বাড়ান আকাশ দীপ। ৪ রান করে ঋদ্ধির হাতে ক্যাড দিয়ে ফেরেন তিনি। বাংলার হয়ে আকাশ দীপ ৪১ রানে ৩ উইকেট এবং ঈশান ৩৭ রানে একটি ও শাহবাজ ৫৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















