Ration Card Aadhaar Link: বাড়ি বসেই রেশন কার্ডে জুড়ে নিন আধার, কয়েকটি সহজ পদ্ধতিতেই মুস্কিল-আসান
Ration Card Aadhaar Link: বেশ কিছু সহজ পদক্ষেপের মাধ্যমেই বাড়ি বসে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করা যাবে। ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপেই হবে কাজ।
কলকাতা: দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় রেশন কার্ড। দীর্ঘদিন ধরেই ডিজিটাল রেশন কার্ড তৈরির প্রক্রিয়া চলছে রাজ্যে। ইতিমধ্য়েই বহু নাগরিকের হাতে পৌঁছে গিয়েছে ডিজিটাল রেশন কার্ড। পরিষেবা আরও নিঁখুত এবং দুর্নীতিহীন হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ। ঠিক এই কারণেই আধারের সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের সংযুক্তকরণও প্রয়োজন। সেই নির্দেশও রয়েছে রাজ্যের।
নতুন সুবিধা:
আধারের (Aadhaar) সঙ্গে ফোন নম্বর যোগ করার প্রক্রিয়া ঘিরে অনেকক্ষেত্রেই ভোগান্তি হয়েছে। আধারকেন্দ্রে গিয়ে, দীর্ঘক্ষণ অপেক্ষা করে করতে হচ্ছে সেই কাজ। রেশন কার্ডের ক্ষেত্রেও যাতে সেই সমস্যা না হয়। তার জন্য বাড়ি বসেই আধারের সঙ্গে রেশন কার্ড (Ration Card) সংযোগ করার সুবিধা রয়েছে। বেশ কিছু সহজ পদক্ষেপের মাধ্যমেই বাড়ি বসে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করা যাবে।
— Department of Food and Supplies, Government of WB (@wbdfs) March 28, 2022
বাড়ি বসেই কীভাবে কাজ:
প্রথমেই যেতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে। সেটি হল https://food.wb.gov.in/. সেখানে গেলে একটি লিঙ্ক পাবেন--যেখানে লেখা থাকবে 'Link Aadhaar Card with RC' (আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করুন)। সেখানে ক্লিক করুন। একটি পেজ খুলে যাবে। একটি ড্রপ ডাউন বক্স দেখতে পাবে, সেখানে গিয়ে আপনার রেশন কার্ড যে ক্যাটেগরির সেটা ক্লিক করুন। তার ঠিক ডানদিকের বক্সে লিখতে হবে রেশন কার্ডের নম্বর। তারপরে নীচে ক্লিক করতে হবে। দুটি অপশন রয়েছে। আধার ও মোবাইল দুটিই আপডেট করার অথবা শুধুমাত্র মোবাইল নম্বর (mobile number) আপডেট করার। যেটি প্রয়োজন সেটা বাছাই করে নিন। এবার আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে সেখানে একটি ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি দিয়ে আরও একবার তথ্যগুলি যাচাই করে নিতে হবে।
আরও সুবিধে:
শুধুমাত্র ওই ওয়েবসাইটই (website) নয়। 'খাদ্যসাথী-আমার রেশন' (Khadyasathi-Amar Ration) অ্যাপের মাধ্যমে অথবা দফতরের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেও এই কাজ করা যাবে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯৯০৩০৫৫৫০৫.
আরও পড়ুন: এসে গেল প্যান-আধার লিঙ্কের শেষ তারিখ, কীভাবে জুড়বেন দুই কার্ড ?