এক্সপ্লোর
সুশান্তের মৃত্যু রহস্যের তদন্তে যোগ দিচ্ছেন তাঁর ভগ্নীপতি আইপিএস ওপি সিংহ?
সুশান্তের পরিবার অবশ্য এই খবরের সত্যতা নিয়ে কিছু বলেনি, তবে ওমপ্রকাশের বদলি সুশান্তের মৃত্যু তদন্তে গতি আনবে বলেই ধারণা।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে নানা খবর ঘুরছে। এবার শোনা যাচ্ছে, তাঁর ভগ্নীপতি ওমপ্রকাশ সিংহ মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন। শ্যালকের মৃত্যুর কারণ তদন্ত করে দেখবেন তিনি। ওমপ্রকাশ এই মুহূর্তে হরিয়ানা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি। হরিয়ানা ক্যাডারের এই আইপিএসকে বিয়ে করেন সুশান্তের দিদি ঋতু। ওমপ্রকাশই প্রথম বলেছিলেন, সুশান্তকে খুন করা হয়েছে, তিনি আত্মহত্যার পথে হাঁটার মানুষ ছিলেন না। আর এবার শোনা যাচ্ছে, সুশান্তের মৃত্যু তদন্ত স্বচ্ছভাবে চলছে কিনা নিজে সরেজমিনে দেখতে তিনি মুম্বইয়ে বদলি নিয়েছেন।
#SushantSinghRajput
Very important news about my hero@itsSSR murder case investigation
Update #CBIEnquiryForSSR pic.twitter.com/CWGx3VylCu
— Soumya Singh (@S45547436Singh) July 6, 2020
সুশান্তের পরিবার অবশ্য এই খবরের সত্যতা নিয়ে কিছু বলেনি, তবে ওমপ্রকাশের বদলি সুশান্তের মৃত্যু তদন্তে গতি আনবে বলেই ধারণা। মুম্বই পুলিশ এই মুহূর্তে সুশান্তের মৃত্যু নিয়ে সংশ্লিষ্ট সকলের বিবৃতি রেকর্ড করতে ব্যস্ত। বান্দ্রা পুলিশ স্টেশনে তারা ৩ ঘণ্টা ধরে জেরা করেছে পরিচালক সঞ্জয় লীলা ভনশালীকে। জেরায় ভনশালী বলেছেন, সুশান্ত যশরাজ ফিল্মসের কাজে জোর দিতে চেয়েছিলেন, সে কারণেই তাঁর ছবিতে অভিনয় করেননি তিনি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















