এক্সপ্লোর
সংরক্ষণভোগীরা যতদিন প্রয়োজন মনে করেন, সংরক্ষণ থাকা উচিত, বলল আরএসএস
গত আগস্টে আরএসএস প্রধান মোহন ভাগবতের সংরক্ষণ সংক্রান্ত এক মন্তব্যে বিতর্ক, আলোড়ন হয়। তিনি বলেছিলেন, যারা সংরক্ষণ থাকার পক্ষপাতী আর যারা তার বিরোধী, তাদের মধ্যে এ নিয়ে বিতর্ক, আলোচনা হওয়া উচিত।

নয়াদিল্লি: সংরক্ষণ নিয়ে সঙ্ঘ পরিবারের অবস্থান স্পষ্ট করলেন সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে। পুষ্করে গত তিনদিন ধরে চলা সঙ্ঘের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘সংরক্ষণভোগীরা যতদিন এর প্রয়োজন আছে’ বলে মনে করবেন, ততদিন সংরক্ষণ থাকা উচিত। আরএসএস সংবিধানের বিধান মেনে সংরক্ষণের ব্যবস্থাকে পুরোপুরি সমর্থন করে বলেও জানান হোসাবালে। তিনি বলেন, আমাদের সমাজে সামাজিক, অর্থনৈতিক বৈষম্য, বিভেদ আছে। তাই সংরক্ষণ থাকা দরকার। আমরা সংবিধানের নির্দেশমতো সংরক্ষণ পূর্ণ সমর্থন করি। গত আগস্টে আরএসএস প্রধান মোহন ভাগবতের সংরক্ষণ সংক্রান্ত এক মন্তব্যে বিতর্ক, আলোড়ন হয়। তিনি বলেছিলেন, যারা সংরক্ষণ থাকার পক্ষপাতী আর যারা তার বিরোধী, তাদের মধ্যে এ নিয়ে বিতর্ক, আলোচনা হওয়া উচিত। কিন্তু তাঁর বক্তব্যের জেরে প্রশ্ন ওঠে, তিনি কি আসলে সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন। ভাগবত দাবি করেন, তিনি সংরক্ষণ সম্পর্কে আগেও মন্তব্য করেছেন, কিন্তু অহেতুক শোরগোল করা হচ্ছে। গত মাসের বক্তব্যে তিনি আরও বলেন, যারা সংরক্ষণ চান, তাদের উচিত যারা তার বিরোধী, তাদের আপত্তি, স্বার্থের দিকটি বিবেচনায় রাখা। আবার যারা সংরক্ষণ থাকার পক্ষপাতী নয়, তাদের সংরক্ষণপন্থীদের কথা ভাবা উচিত। ভাগবত বলেন, সংরক্ষণ নিয়ে কোনও আলোচনা হলেই তার পক্ষে, বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া হয়। কিন্তু এ নিয়ে সমাজে বিভিন্ন অংশের মধ্যে সৌহার্দ্য থাকা প্রয়োজন। অতীতেও ভাগবত সংরক্ষণ নীতি খতিয়ে দেখার কথা বলে বিভিন্ন দল ও তফসিলি জাতি, উপজাতি সংগঠনের প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















