প্রকাশিত হল ইউজিসি নেটের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?
চলতি বছর জুন মাসে ইউজিসি নেটে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে পিছিয়ে যায় সেই পরীক্ষা। ২৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কম্পিউটার বেসড পরীক্ষা হয়। ৮ লক্ষ ৬০ হাজার ৯৭৬ জন এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেন।
নয়াদিল্লি: ইউজিসি নেটের ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ৮১টি বিষয়ের আন্সার কি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে কাট অফ নম্বর সহ স্কোর কার্ড তথা রেজাল্ট প্রকাশ করেছে এনটিএ।
চলতি বছর জুন মাসে ইউজিসি নেটে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে পিছিয়ে যায় সেই পরীক্ষা। ২৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কম্পিউটার বেসড পরীক্ষা হয়। ৮ লক্ষ ৬০ হাজার ৯৭৬ জন এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেন। ৮১টি বিষয়ের ১২ দিনে পরীক্ষা হয়। পরীক্ষা দিয়েছিল ৫ লক্ষ ২৬ হাজার ৭০৭ জন। ৩ ঘণ্টার পরীক্ষা হয় ২ পর্বে। ভুল উত্তরের জন্য কোনও নম্বর কাটা হয়নি।
কীভাবে দেখবেন ফল?
১. www.ugcnet.nta.nic.in ওয়েবসাইট খুলতে হবে।
২. হোমপেজে result 2020 অপশনে ক্লিক করতে হবে।
৩. UGC NET 2020 খুলবে।
৪. ওই পেজ খুললে ফর্ম নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা লিখে সাবমিট করতে হবে।
৫. স্কোর কার্ড তথা রেজাল্ট দেখা যাবে।
৬. ওই পেজ থেকে স্কোর কার্ড ডাউনলোড করা যাবে।
জেআরএফ স্কোর:
জুনিয়র রিসার্চ ফেলোশিপ স্কোরের মেয়াদ ৩ বছর। যারা ইতিমধ্যে এমফিল বা পিএইচডি শুরু করে দিয়েছেন তাঁদের জেআরএফ ফেলোশিপ তারিখ হিসাব করা হবে নেটের ফল প্রকাশের দিন থেকে।