এক্সপ্লোর
Advertisement
জলপাইগুড়ি: রেশন ডিলারের সঙ্গে হাত মিলিয়ে বস্তা বস্তা চাল মজুত, এটা বিজেপির পার্টি অফিস?
তৃণমূলের অভিযোগ, রেশন ডিলারের সঙ্গে যোগসাজসে দলীয় কার্যালয়ে খাদ্য সামগ্রী মজুত করে বিজেপি। এদিন তৃণমূল কর্মীরা ওই পার্টি অফিসে গিয়ে চাল-আটার বস্তা উদ্ধার করে। পুলিশ-প্রশাসনকে খবর দেওয়া হয়।
বানারহাট: জলপাইগুড়িতে বিজেপি কার্যালয়ে মিলল প্রচুর চাল-আটার বস্তা। রেশনের সামগ্রী মজুত করেছে বিজেপি। অভিযোগ তৃণমূলের। চক্রান্ত হচ্ছে। পাল্টা দাবি গেরুয়া শিবিরের।
করোনা আবহে বিজেপি কার্যালয়ে খাদ্যাদ্রব্য মজুতের অভিযোগ জলপাইগুড়ি জেলার বানারহাটে। মিলল প্রচুর চাল-আটার বস্তা। এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ির বানারহাট থানা এলাকার তেলিপাড়া। তৃণমূলের অভিযোগ, রেশন ডিলারের সঙ্গে যোগসাজসে দলীয় কার্যালয়ে খাদ্য সামগ্রী মজুত করে বিজেপি। এদিন তৃণমূল কর্মীরা ওই পার্টি অফিসে গিয়ে চাল-আটার বস্তা উদ্ধার করে। পুলিশ-প্রশাসনকে খবর দেওয়া হয়।
এই নিয়ে স্বাভাবি্কভাবেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। নেপথ্যেে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘...চাল পাওয়া গেছে। মদের বোতল বা একে 47 তো পাওয়া যায়নি।’
পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যা ণী বলেন, ওই পার্টি অফিসে বিজেপি নেতাদের ছবি রয়েছে। বোঝাই যাচ্ছে কাদের পার্টি অফিস।
এই ঘটনায় ব্যদবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসনও। খাদ্য দফতরের জেলা নিয়ামক জানিয়েছেন, আমাদের অফিসাররা ঘটনাস্থলে গিয়েছেন। অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্য বস্থা নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement