Road Accident: বেপরোয়া গতিতে ছুটে আসছিল 'থর', নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা ডিভাইডারে, ঘটনাস্থলেই মৃত ৪
Mahindra Thar: জানা গিয়েছে, অত্যন্ত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন চালক। বেপরোয়া গতি থাকার ফলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি এসইউভি-টি। সটান ধাক্কা মারে ডিভাইডারে।

Road Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর চোট পেয়েছেন একজন। বেপরোয়া গতিতে আসা মহিন্দ্রা থর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। তার জেরেই ঘটেছে এই ভয়াবহ ঘটনা। গুরুগ্রামের জাতীয় সড়কে হয়েছে এই দুর্ঘটনা। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গুরুগ্রামের জাতীয় সড়কের ৯ নম্বর এক্সিটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ছিলেন মোট ৬ জন। তাঁদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন পুরুষ। এই ৬ জন উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামে এসেছিলেন কিছু কাজ নিয়ে। আর সেখানেই ঘটে গিয়েছে এমন মর্মান্তিক কাণ্ড। গাড়িটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কী সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। কতটা দ্রুত গতিতে বেপরোয়া অবস্থায় গাড়িটি আসছিল, তারও একটা আন্দাজ পাওয়া গিয়েছে।
VIDEO | Gurugram, Haryana: At least five people reportedly killed when the Thar SUV, they were travelling in, met with an accident at National Highway exit 9 in the wee hours today.#GurugramNews
— Press Trust of India (@PTI_News) September 27, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/uZn6su0cuk
জানা গিয়েছে, অত্যন্ত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন চালক। বেপরোয়া গতি থাকার ফলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি এসইউভি-টি। সটান ধাক্কা মারে ডিভাইডারে। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলের চারজনের মৃত্যু হয়। বাকি ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় একজনের। আরেকজন চোট-আঘাত যথেষ্ট বেশি। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, এই আহতের অবস্থার যথেষ্টই সংকটজনক। এমনিতে মহিন্দ্রা কোম্পানির থর গাড়িটি যথেষ্টই শক্তিশালী। কিন্তু এই দুর্ঘটনার সময় গাড়িটি এত জোরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে যে গাড়িটি, বিশেষ করে সামনের অংশ একবার দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়ির অবস্থা দেখলে শিউরে উঠতে হয়।
বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনা নতুন ব্যাপার নয়। বারবার চালকদের সতর্ক করা হয় গাড়ির গতির ব্যাপারে। কারণ গাড়ির গতি অতিরিক্ত বেশি হয়ে গেলে তা উল্টে যেতে পারে। কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারতে পারে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে। গুরুগ্রামের আজকের পথ দুর্ঘটনার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। একই গাড়ির ৬ যাত্রীর মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে।






















