Kumbha Mela: কুম্ভে নৌকা চালিয়ে ৪৫ দিনে ৩০ কোটি লাভ! দাবি যোগীর! মানছেন না মাঝিরা?
Yogi Adityanath on Kumbh Mela:

উত্তরপ্রদেশ: শেষ হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। এরপর মঙ্গলবার বিধানসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন যে পূর্ণকুম্ভ চলাকালীন এক মাঝির পরিবার ৩০ কোটি টাকা লাভ করেছেন। ওই পরিবারের ১৩০টি নৌকা রয়েছে। ওই পরিবারের সাফল্যর কথা তুলে ধরে তিনি বলেন, প্রয়াগরাজের একটি নৌকাচালক পরিবার ১৩ জানুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় মাত্র ৪৫ দিনে ৩০ কোটি টাকা আয় করেছে।
যদিও এই মহাকুম্ভে মাঝিদের লাভ তেমন হয়নি বলেই দাবি করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নৌকা চালকদের দুর্দশা নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। মঙ্গলবার নাম না করে অখিলেশের সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
যোগীর কথায়, ওই পরিবারের হাতে ১৩০টি নৌকা রয়েছে। দৈনিক নৌকাপিছু আয় হয়েছে ৫০ থেকে ৫২ হাজার টাকা। যদিও তা কতটা সম্ভব, নিয়ে সোশাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠেছিল। তবে জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নৌকা মালিকদের পরিবার বুধবার জানিয়েছে যে ‘প্রত্যাশার থেকে বেশি লাভ হয়েছে ঠিকই। তবে তা ৩০ কোটি নয়।’ তাদের বক্তব্য, সরকারের ঠিক করে দেওয়া ভাড়ার উপরেও অনেকে মোটা বকশিস দিয়েছেন। আর সবটাই হয়েছে মহাকুম্ভের জন্য।
আরও পড়ুন, লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়িতে হামলা, ছেঁড়া হল ভারতের পতাকা
যদিও পরিবারের দাবির সত্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে।
প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত মহাকুম্ভ লক্ষ লক্ষ হিন্দু তীর্থযাত্রীদের জন্য এক আকর্ষণ, যারা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে ধর্মীয় স্নানের জন্য সমবেত হন।প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন লাখো মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















