Russia Ukraine Crisis : অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে কোনও রকমে প্রাণ রক্ষা, সন্তানের নাম 'গঙ্গা' রাখতে চান কেরলের অভিজিৎ
Russia Ukraine Crisis: আপাতত দেশে ফিরছেন অভিজিৎ। তবে, শারীরিক নিরাপত্তার কারণে তাঁর স্ত্রীকে পোল্যান্ডের হাসপাতালে থাকতে হবে।
জেসজো (পোল্যান্ড) : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ বাঁচিয়ে ঢুকতে পেরেছেন পোল্যান্ডে। সৌজন্যে - 'অপারেশন গঙ্গা' । এই অভিযানের সঙ্গে যুক্ত ভারতীয় দূতাবাসের কর্মীদের জন্যই অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে কোনও রকমে প্রাণ রক্ষা করতে পেরেছেন। তাই যে সন্তান আসতে চলেছে, তাঁর নাম গঙ্গা রাখবেন বলে সিদ্ধান্ত নিলেন কেরলের অভিজিৎ।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আটকা পড়েছিলেন অভিজিৎ। কিভে একটি ছোট রেস্তোরাঁ চালান তিনি। স্ত্রী ন'মাসের অন্তঃসত্ত্বা। যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বেজায় সমস্যায় পড়েন তিনি। অবশেষে অপারেশন গঙ্গায় কাজ করা আধিকারিকদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে আসেন।
নিরাপদে তাঁদের পোল্যান্ডে পৌঁছে দেওয়া হয়। সেখানে জেসজোয় ভারতীয় দূতাবাসের তরফে তৈরি করা একটা শেল্টার রুমে ঠাঁই হয়েছে অভিজেতের। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভর্তি করা হয়েছে পোল্যান্ডের একটি হাসপাতালে। এভাবে বেরিয়ে আসতে পারায় সংশ্লিষ্ট কর্মীদের এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ।
পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত থেকে সংবাদ সংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, "আমার স্ত্রী পোল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। নয় মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালের তরফে শেষ যে রিপোর্টটা পেয়েছি সেই অনুযায়ী, সন্তান এবং স্ত্রী ভাল আছে। এ মাসেরই ২৬ তারিখে আমাদের সন্তান পৃথিবীর আলো দেখতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি, ভারত যে নামে উদ্ধারকাজ চালাচ্ছে সেই অনুযায়ী আমার সন্তানের নাম রাখব গঙ্গা। " আপাতত দেশে ফিরছেন অভিজিৎ। তবে, শারীরিক নিরাপত্তার কারণে তাঁর স্ত্রীকে পোল্যান্ডের হাসপাতালে থাকতে হবে।
প্রসঙ্গত, সময় যত যাচ্ছে ততই উত্তাপ বাড়ছে ইউক্রেনে। অশান্ত সেই দেশ থেকে ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের ফিরিয়ে আনছে ভারত। এরই মধ্যে বেড়েছে বিতর্ক। নবীনের মৃত্যুর পর এবার ইউক্রেনে আক্রান্ত হয়েছেন এক ভারতীয় ছাত্র। ইউক্রেন ছাড়ার আগে কিভে গুলিবিদ্ধ হন দিল্লির বাসিন্দা হরজ্যোৎ সিংহ। কিন্তু এই অবস্থাতেও তিনি ভারতীয় দূতাবাসের তরফে কোনও সাহায্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।