এক্সপ্লোর
Advertisement
ইউটিউবে ডিজলাইক, জাস্টিন বিবারকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে ‘সড়ক-২’ ট্রেলার
পূজা ভট্ট, সঞ্জয় দত্ত অভিনীত সড়ক ছবির সিকোয়েল সড়ক ২। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভট্ট, আদিত্য রায় কাপুর।
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েন মহেশ ভট্ট এবং তাঁর পরিবারের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল সেই সময়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজন-পোষণের অভিযোগ তুলে মহেশদের তুলোধোনা করেছেন বহু মানুষ। আর সেই জের এখনও চলছে। ২৮ অগস্ট ডিজনি হটস্টারে মুক্তি পেতে চলেছে মহেশ ভট্ট পরিচালিত সড়ক-২। কিন্তু পরিস্থিতির প্রভাব পড়েছে ছবির গায়েও।
ডিজলাইক পাওয়ার রেকর্ড অব্যাহত ‘সড়ক ২’ ছবির ট্রেলারের। মুক্তির প্রথম দিনেই ডিজলাইক পাওয়ার নিরিখে বিশ্বরেকর্ড গড়েছিল এই ট্রেলার। এবার আরও এক নতুন রেকর্ড ।
ইউটিউবে সব চেয়ে খারাপ কিংবা সর্বোচ্চ ডিজলাইক পাওয়ার নিরিখে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এল ছবির ট্রেলার। দ্বিতীয় স্থানে থাকা জাস্টিন বিবারের গান ‘বেবি’-র ১১.৩ মিলিয়নকে টপকে সব চেয়ে অপছন্দের ট্রেলার ভিডিয়ো হিসেবে ১১.৫ মিলিয়ন ডিজলাইক পেয়েছে। ১২ মিলিয়নের কাছাকাছি ডিজলাইক পেয়েছে ‘সড়ক ২’ ছবির ট্রেলার। এখনও পর্যন্ত প্রথমে আছে ইউটিউবের নিজস্ব ভিডিয়ো যার ডিজলাইক পাওয়ার সংখ্যা প্রায় ১৮ মিলিয়ন। যেভাবে চলছে সেই ধারা অব্যাহত থাকলে মোস্ট ডিজলাইক পাওয়া ভিডিয়ো হিসেবে রেকর্ড গড়ার পাশাপাশি এবার সর্বকালের অপছন্দের ভিডিয়ো হিসেবে প্রথম স্থানে উঠে আসতে পারে ‘সড়ক-২’ –এর ট্রেলার।
পূজা ভট্ট, সঞ্জয় দত্ত অভিনীত সড়ক ছবির সিকোয়েল সড়ক ২। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভট্ট, আদিত্য রায় কাপুর। আবার সঞ্জয় দত্ত, পূজা ভট্টও উপস্থিত। ছবিটি তৈরির সময়ে এটি নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা ছিল। কিন্তু সুশান্তের মৃত্যুর পর পাল্টে গিয়েছে পরিস্থিতি। লাইক এখন বদলে গিয়েছে ডিজলাইকে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement