এক্সপ্লোর
Advertisement
মিস্টার ইন্ডিয়া-র হাওয়া হাওয়াই থেকে কলঙ্ক-এর তবাহ হো গ্যয়ে- দেখে নিন সরোজের কোরিওগ্রাফ করা বিখ্যাত কিছু নাচ
শ্রীদেবী, মাধুরী দীক্ষিত থেকে হালের আলিয়া ভট্ট সহ বলিউডের অসংখ্য অভিনেতা অভিনেত্রীর নাচের মুদ্রা ঠিক করেছেন তিনি।
মুম্বই: গতকাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গিয়েছেন সরোজ খান। বলিউডে কোরিওগ্রাফিকে আলাদা উচ্চতায় পৌঁছে দেওয়া সরোজের ঝুলিতে ছিল একের পর এক হিট ছবি। শ্রীদেবী, মাধুরী দীক্ষিত থেকে হালের আলিয়া ভট্ট সহ বলিউডের অসংখ্য অভিনেতা অভিনেত্রীর নাচের মুদ্রা ঠিক করেছেন তিনি। দেখে নেওয়া যাক এমনই কিছু হিট গানের নাচ-
মিস্টার ইন্ডিয়া-র সেই কালজয়ী গান হাওয়া হাওয়াই-র কোরিওগ্রাফ করেন সরোজ। এই গান যিনি জীবন্ত করে তুলেছিলেন সেই শ্রীদেবীও চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে।
১৯৯১-এ মুক্তি পায় থানেদার ছবি। তার সব থেকে জনপ্রিয় গান তম্মা তম্মা দে দে-র নাচ কোরিওগ্রাফি করেন সরোজ।
মাধুরী দীক্ষিত-অনিল কপূরের সুপারহিট ছবি বেটা-র সিংহভাগ আকর্ষণ ছিল দিল ধক ধক করনে লাগা গানের সঙ্গে মাধুরীর নাচ। সন্দেহাতীতভাবে এটাই মাধুরীর সব থেকে জনপ্রিয় নাচ।
মাধুরী দীক্ষিত, শাহরুখ খান ও ঐশ্বর্যা রাই অভিনীত দেবদাস-এর ডোলা রে গানটিও অত্যন্ত জনপ্রিয় হয়।
কলঙ্ক ছবির তবাহ হো গ্যয়ে গানের কোরিওগ্রাফিও করেন সরোজ। এতেও ছিলেন মাধুরী। এই ছবিতে আলিয়ার নাচেরও কোরিওগ্রাফি করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement