এক্সপ্লোর
Advertisement
বারাণসীতে মোদির নির্বাচন চ্যালেঞ্জ করে সেই তেজবাহাদুরের পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের
তেজবাহাদুর জানিয়েছিলেন, তিনি বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে লড়তে চান। কিন্তু নির্বাচন কমিশনের কাছে ‘মিথ্যা তথ্য’ পেশ করেছেন, এই কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়।
নয়াদিল্লি: বরখাস্ত হওয়া বিএসএফ জওয়ান তেজবাহাদুর উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচন চ্যালেঞ্জ করে যে পিটিশন পেশ করেছিলেন, তা খারিজ করে দিল প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। গত ১৮ নভেম্বর এব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত। তেজ বাহাদুর ও প্রধানমন্ত্রী মোদির পক্ষে সওয়াল করেন যথাক্রমে আইনজীবী প্রদীপ যাদব ও আইনজীবী তথা আইন বিশেষজ্ঞ হরিশ সালভে।
আধা সামরিক বাহিনীর জওয়ানদের দেওয়া খাবারের গুণমান নিয়ে অভিযোগ তুলে ২০১৭ সালে একটি ভিডিও প্রকাশ করায় তেজবাহাদুরকে বরখাস্ত করা হয়। জওয়ানদের খারাপ মানের খাবার সরবরাহ করা হয় বলে দাবি করা হয় সেই ভিডিওতে। তেজবাহাদুর জানিয়েছিলেন, তিনি বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে লড়তে চান। কিন্তু নির্বাচন কমিশনের কাছে ‘মিথ্যা তথ্য’ পেশ করেছেন, এই কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়।
এলাহাবাদ হাইকোর্ট মোদির নির্বাচনের বিরুদ্ধে তেজবাহাদুরের দায়ের করা পিটিশন আগেই খারিজ করে বলেছিল, তিনি বারাণসী কেন্দ্রের ভোটার নন বা মোদির বিরুদ্ধে নির্বাচনে তিনি নিজের প্রতিনিধিত্বও করেননি। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন তেজবাহাদুর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement