এক্সপ্লোর
Advertisement
কয়েকটি রাজ্যে খুলেছে স্কুল, নিউ নর্মালে কীভাবে হচ্ছে ক্লাস?
গাইডলাইন মেনে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ইতিমধ্যে স্কুল খুলেছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও বেশ কিছু রাজ্য। মূলত, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস হচ্ছে।
নয়াদিল্লি: মার্চ মাস থেকে দেশ জুড়ে জারি হয় লকডাউন। করোনার জেরে বহু রাজ্যে এখনও বন্ধ বিদ্যালয়ের পঠনপাঠন। গাইডলাইন মেনে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ইতিমধ্যে স্কুল খুলেছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও বেশ কিছু রাজ্য। মূলত, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস হচ্ছে। কোভিড বিধি মেনে ক্লাস করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
কীভাবে নিউ নর্মালে ক্লাস হচ্ছে স্কুলগুলিতে? কী ব্যবস্থা নিয়েছে রাজ্যগুলি?
কর্নাটক: রাজ্যের শিক্ষামন্ত্রী এস সুরেশ জানান, ১ জানুয়ারি থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। স্কুলে ক্লাস করার জন্য অভিভাবকের লিখিত অনুমতিপত্র আনতে হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে। বিদ্যাগম কর্মসূচির অধীনে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে ওই একই দিন থেকে। রাজ্যের টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি ১৫ জানুয়ারি থেকে নবম এবং একাদশ শ্রেণীর ক্লাস চালু করার প্রস্তাব দিয়েছে। মহামারী পর্বে সপ্তাহে ২ থেক ৩ দিন স্কুলে যেতে পারবে পড়ুয়ারা।
হরিয়ানা: গত সোমবার থেকে সরকারি এবং বেসরকরি স্কুল চালু হয়েছে রাজ্যে। তবে শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস হচ্ছে। কোভিড-১৯ সংক্রান্ত কেন্দ্রের গাইডলাইন মানতে হবে। গত সপ্তাহে স্কুল খোলা নিয়ে নির্দেশিকা জারি করে সরকার। আগামীকাল থেকে নবম এবং একাদশ শ্রেণীর ক্লাসও শুরু হবে।
ত্রিপুরা: চলতি মাসে স্কুল খুলেছে ত্রিপুরায়। পড়ুয়াদের মানতে হচ্ছে নিয়মবিধি। স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিং, সামাজিক দূরত্ব মানতে হচ্ছে। পরতে হচ্ছে মাস্ক। ক্লাস রুমে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রত্যেককে একসঙ্গে আনা হচ্ছে না।
মধ্যপ্রদেশ: ১৮ ডিসেম্বর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। কারণ সামনেই বোর্ড পরীক্ষা। তাই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পার্মার বলেন, বোর্ড পরীক্ষার জন্য আপাতত দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে।
পন্ডিচেরি: ৪ জানুয়ারি থেকে প্রথম শ্রেণীর ক্লাস শুরু হবে রাজ্যে। তবে অর্ধ দিবস ক্লাস হবে আপাতত। ১৮ জানুয়ারি থেকে পুরোদমে স্কুলে ক্লাস শুরু হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে প্রত্যেককে কঠোরভাবে কোভিডবিধি মানতে হবে।
ঝাড়খন্ড: কনটেইনমেন্ট জোনের বাইরে আগামীকাল থেকে স্কুল খুলছে রাজ্যে। দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। স্কুলে ক্লাস করার জন্য অভিভাবকের লিখিত অনুমতিপত্র আনতে হবে। ডেন্টাল এবং মেডিক্যাল কলেজও খুলবে কাল থেকে।
বিহার: ৪ জানুয়ারি থেকে স্কুল খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আপাতত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস শুরু হবে। পর্যবেক্ষণের পর ক্লাস শুরু হবে প্রাথমিক স্তরেও। সরকার জানিয়েছে, প্রত্যেক পড়ুয়াকে স্কুল থেকে বিনামূল্যে মাস্ক দেওয়া হবে। এদিকে উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধির জন্য আপাতত স্কুল বন্ধ থাকবে দিল্লি এবং মহারাষ্ট্রে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement