সেনা সংঘর্ষে গত ২ সপ্তাহে কাশ্মীরে খতম ৬ কমান্ডার সহ ২২ জঙ্গি
কাশ্মীর পুলিশের ডিজি বলেন, পাকিস্তান সবদিক দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে...
![সেনা সংঘর্ষে গত ২ সপ্তাহে কাশ্মীরে খতম ৬ কমান্ডার সহ ২২ জঙ্গি Security forces eliminate 22 terrorists, including 6 top commanders, in Jammu & Kashmir in last two weeks সেনা সংঘর্ষে গত ২ সপ্তাহে কাশ্মীরে খতম ৬ কমান্ডার সহ ২২ জঙ্গি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/01113637/kashmir-army.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে গত ২ সপ্তাহে বিভিন্ন এনকাউন্টারে খতম হয়েছে অন্তত ২২ জঙ্গি। তাদের মধ্যে ৬ জন কমান্ডার। একথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিংহ। তিনি জানান, গত ২ দিন শোপিয়ানে ৯ হিজবুল মুজাহিদিন জঙ্গি খতম হয়েছে। এর মধ্য়ে সোমবার সকালে চার জঙ্গি খতম হয়।
তিনি বলেন, গত ২ সপ্তাহে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে। গ ২ দিনে, ২ হিজবুল জঙ্গি মারা গিয়েছে। এদের মধ্যে তিন শীর্ষ কমান্ডার রয়েছে যাদের বিরুদ্ধে নিরীহ নাগরিকদের হত্যা, পুলিশ ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলা সহ একাধিক অভিযোগ ছিল।
তিনি যোগ করেন, অবন্তিপোরায় পুলিশ কিছু জঙ্গিকে আটক করে। তারা স্থানীয় যুবকদের মগজধোলাই করার চেষ্টা চালাচ্ছিল। জঙ্গিদের হেফাজত থেকে তিন যুবককে উদ্ধার করে পুলিশ। পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়। গত ২ সপ্তাহে, পুলিশ ও নিরাপত্তাবাহিনী ৯টি বড় অভিযান চালিয়ে ৬ কমান্ডার সহ ২২টি জঙ্গিকে খতম করেছে।
সিংহ জানান, জঙ্গিরা জম্মুর নওশেরা সেক্টরে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। কালাকোট সেক্টর থেকে অনুপ্রবেশ করা আরেক জঙ্গিকে খতম করা হয়। এর থেকেই প্রমাণিত, পাকিস্তান সবদিক দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে।
নিরাপত্তাবাহিনীদের তৎপরতায় গত ২৮ তারিখ আইইডি হামলা এড়ানো সম্ভব হয়। জইশ-ই-মহম্মদ ও হিজবুল জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর ওপর বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু, বাহিনীর তৎপরতায় তাদের নাশকতার ছক বানচাল হয়। পুলওয়ামায় একটি গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। ঘটনায় জড়িত আব্দুল রহমান ওরফে ফৌজি ভাইকে খতম করে বাহিনী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)