এক্সপ্লোর
চিনে ফের হামলা, নিরাপত্তা রক্ষী ছুরি মারল প্রাথমিক স্কুলের ৩৭ পড়ুয়াকে
চিনে গত কয়েক বছরে স্কুলগুলিতে একাধিক হামলা চলেছে। প্রশাসন নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছে, এমন হামলার আসল কারণ বার করতে চলছে গবেষণা।

বেজিং: দক্ষিণ চিনের একটি প্রাথমিক স্কুলের ৩৭ জন পড়ুয়াকে ছুরিকাঘাত করল এক হামলাকারী। ২ জন শিক্ষককেও আঘাত করেছে সে। জানা গিয়েছে, হামলাকারী স্কুলেরই নিরাপত্তা রক্ষী। আহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে কারও অবস্থা গুরুতর নয়। গুয়াংশি প্রদেশের ক্যাংগু কাউন্টিতে ঘটেছে এই ঘটনা। স্থানীয় ওয়াংফু সেন্ট্রাল প্রাইমারি স্কুলে অন্যান্যদিনের মত এদিনও সকালে ক্লাস বসেছিল। সাড়ে আটটা নাগাদ বছর পঞ্চাশের ওই নিরাপত্তা রক্ষী আচমকা ভেতরে ঢুকে নির্বিচারে ছুরি মারতে থাকে। ৩৭ জন পড়ুয়ার মাঝারি চোট লেগেছে, ভালরকম আহত হয়েছেন ২ শিক্ষাকর্মী। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সে কেন এমন কাজ করল এখনও জানা যায়নি। করোনার জন্য দীর্ঘদিন এই প্রদেশের স্কুলগুলি বন্ধ ছিল। মে মাসে সবে স্কুল খোলা হয়। চিনে গত কয়েক বছরে স্কুলগুলিতে একাধিক হামলা চলেছে। প্রশাসন নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছে, এমন হামলার আসল কারণ বার করতে চলছে গবেষণা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















