Bengaluru School Bomb Threat: ১৩ স্কুলে বোমা-হুমকি! ঘুম উড়ল অভিভাবকদের!
Bomb Threat: খবর পাওয়া মাত্র তড়িঘড়ি সব স্কুলে পুলিশের দল পাঠানো হয়। পৌঁছে যায় বম্ব স্কোয়াডও
বেঙ্গালুরু: স্কুল চত্বরে রাখা হয়েছে বোমা, ১টি স্কুল নয়। মোট ১৩টি স্কুলে বোমা রাখা হয়েছে। এমনই হুমকি পাঠানো হয়েছে ই-মেলে। তারপরেই কার্যত হুলুস্থুল বেঙ্গালুরুতে (Bengaluru)। পরপর খালি করে দেওয়া হয়েছে স্কুল (bomb threat in School)। হুমকি-ইমেলের খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছয় পুলিশের দল। স্কুলগুলিতে সন্দেহজনক কোনও বস্তু রাখা হয়েছে কিনা তার খোঁজ শুরু করা হয়েছে। স্কুলগুলিতে পাঠানো হয়েছে বম্ব স্কোয়াড। যদিও দুপুর পর্যন্ত কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। আপাতত মনে করা হয়েছে এটি একটি ভুয়ো হুমকি।
বেঙ্গালুরুর কোরমঙ্গলা, হোয়াইটফিল্ড, বাসভেষ্ণাগর, ইয়ালাহানকা, সদাশিব নগরের স্কুলে বোমা রাখা হয়েছে বলে হুমকি-মেল এসেছে। একটি অজানা ইমেল থেকে এই বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছে। তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ, পড়ুয়া, অভিভাবকদের মধ্যে। প্রথম দফায় সাতটি স্কুল, তারপর ধাপে ধাপে আরও একাধিক স্কুলে বোমা রাখার হুমকি-ইমেল আসে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, যে যে স্কুলগুলিতে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে, তার মধ্যে একটি স্কুল কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারেক বাসভবনের কাছেই রয়েছে।
বেঙ্গালুরু পুলিশ কমিশনারের (Bengaluru Police Commissioner) অফিসের তরফে X হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'বেঙ্গালুরু শহরের বেশ কিছু স্কুলে বোমা-হুমকির ইমেল এসেছে। অ্যান্টি সাবোতাজ এবং বম্ব স্কোয়াড পাঠানো হয়েছে সর্বত্র। মনে করা হচ্ছে এটি ভুয়ো হুমকি। তবুও আমরা সবরকম ভাবে খতিয়ে দেখছি।'
Certain schools in Bengaluru city have received emails today morning indicating 'bomb threat'. Anti sabotage and bomb detection squads have been pressed into service to verify and ascertain. The calls seem to be hoax. Even then all efforts will be made to trace the culprits. pic.twitter.com/QqBaSuJ11W
— CP Bengaluru ಪೊಲೀಸ್ ಆಯುಕ್ತ ಬೆಂಗಳೂರು (@CPBlr) December 1, 2023
এই পরিস্থিতিতে একটি স্কুল অভিভাবকদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, 'আজ স্কুলে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। অজানা উৎস থেকে নিরাপত্তা সংক্রান্ত একটি হুমকি পেয়েছি আমরা। যেহেতু আমরা আমাদের শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি, তাই আমরা অবিলম্বে পড়ুয়াদের স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
গত বছর বেঙ্গালুরুর সাতটি স্কুলে একই ধরনের বোমা হামলার হুমকি মিলেছিল, কিন্তু পরে দেখা যায় সেগুলি ভুয়ো হুমকি।
আরও পড়ুন: 'ডিউটির সময় শেষ', মাঝপথে ট্রেন থামালেন চালক ! আটকে পড়লেন ২ ট্রেনের ২,৫০০-র বেশি যাত্রী