Shibu Soren Death : প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, 'শূন্য হয়ে গেলাম' লিখলেন ছেলে হেমন্ত
Shibu Soren Passes Away : কিডনির সমস্যা নিয়ে তাঁকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত জুন মাসের শেষ সপ্তাহে। সেই থেকে হাসপাতালেই ছিলেন।

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন ৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর প্রতিষ্ঠাতা ৷ সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর দিলেন তাঁর ছেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন তাঁর বাবার মৃত্যু সংবাদ। লিখেছেন, "প্রণম্য দিশোম গুরুজি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি শূন্য হয়ে গেলাম।"
आदरणीय दिशोम गुरुजी हम सभी को छोड़कर चले गए हैं।
— Hemant Soren (@HemantSorenJMM) August 4, 2025
आज मैं शून्य हो गया हूँ...
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কিডনির সমস্যা নিয়ে তাঁকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল জুন মাসের শেষ সপ্তাহে। সেই থেকে হাসপাতালেই ছিলেন। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে রেখে চলছিল শেষ চেষ্টা। সম্প্রতি চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক পরিস্থিতি আগের থেকে ভাল, কিছুটা স্থিতিশীল। কিন্তু সোমবার সকালেই চলে গেলেন রাজনীতিক শিবু সোরেন।
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে । প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে, সোশাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী থেকে এরাজ্যের শাসক দল তৃণমূল। এক্স হ্যান্ডেলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, শিবু সোরেনজি মাটির কাছের নেতা ছিলেন। তিনি বিশেষভাবে, আদিবাসী সম্প্রদায় ও দরিদ্র, অবহেলিত-দের ক্ষমতায়নে বিশেষ আগ্রহী ছিলেন। তাঁর পরিবারের প্রতি রইল সহমর্মিতা।
অন্যদিকে, সোশাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ঝাড়খণ্ডের ইতিহাসে একটি অধ্যায় আজ শেষ হল। তিনি ছিলেন আমার আদিবাসী ভাই-বোনদের জন্য এক পথপ্রদর্শক, এক মহান নেতা। এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
Profoundly saddened by the demise of Shibu Soren, former Chief Minister of Jharkhand, a former Union Minister, founder of Jharkhand Mukti Morcha, and Guru Dishom (great leader) for my Adivasi brothers and sisters.
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2025
My heart- felt condolences to my brother @HemantSorenJMM, his son…






















