এক্সপ্লোর
Advertisement
শেষকৃত্যে ২০ জন, আর মদের দোকানে হাজার লোকের ভিড়! কেন্দ্রকে আক্রমণ সঞ্জয় রাউতের
যেখানে সরকার মদের দোকান খোলার অনুমতি দিয়ে দিচ্ছে, সেখানে কারও শেষকৃত্যে ২০ জনের বেশি মানুষকে থাকতে দেওয়া হবে না কেন! নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাউত লেখেন
মুম্বই: মহারাষ্ট্রে কঠিন পরিস্থিতি করোনার। ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
প্রথম থেকেই করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকায় খুশি ছিলেন না শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আবারও তিনি তোপ দাগলেন মোদি সরকারের বিরুদ্ধে। এবার তাঁর আপত্তির কারণ, কেন শেষকৃত্যে ২০ জনের বেশি থাকার অনুমতি দেওয়া হচ্ছে না?
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যেখানে সরকার মদের দোকান খোলার অনুমতি দিয়ে দিচ্ছে, সেখানে কারও শেষকৃত্যে ২০ জনের বেশি মানুষকে থাকতে দেওয়া হবে না কেন!
নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাউত লেখেন, 'কারও শেষকৃত্যে মাত্র ২০ জনকে থাকতে দেওয়া হচ্ছে। কারণ আত্মা (spirit) শরীরকে ইতিমধ্যেই ছেড়ে গেছে। কিন্তু ১০০০ জনকে মদের দোকানের সামনে ভিড় করতে দেওয়া হচ্ছে, কারণ দোকানে মদ ( পড়ুন, spirit) আছে!'
আগেই কেন্দ্রের যুগ্ম স্বরাষ্ট্র সচিব ঘোষণা করেন, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার জন্য কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠানে ৫০ জনের বেশি থাকতে পারবেন না। শেষকৃত্যে হাজির থাকার অনুমতি আছে ২০ জনের।
Only 20 people allowed to gather for a funeral -
because the spirit has already left the body.
1000's allowed to gather near an alcohol shop,
because the shops have spirits in them.
— Sanjay Raut (@rautsanjay61) May 8, 2020
এর আগে প্রধানমন্ত্রীর আলোক সংহতির আবেদনের সময়ও সমালোচনা করেছিলেন সঞ্জয় রাউত।
লকডাউনের তৃতীয় দফার প্রথমদিন থেকে দেশে শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়। তারপর তা নিয়ে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের তুতোভাই রাজ ঠাকরে রাজ্যে মদের দোকান খুলে দেওয়ার আর্জি জানান। বলেন, এতে কঠিন সময়ে সরকারের রাজস্ব আদায় বাড়বে।
সূত্রের খবর, মদের দোকানে ভিড় এড়াতে ও সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পানীয় হোম ডেলিভারি করার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement