Shivraj Singh Chouhan: প্রস্রাবকাণ্ড: ঘরে বসিয়ে পা ধুইয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী
Madhya Pradesh:সেই নিগৃহীত ব্যক্তিকে নিজের বাসভবনে ডাকলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ভোপাল: প্রকাশ্যে তাঁর গায়ে প্রস্রাব করা হয়েছিল। শুধু তাই নয় সেই ঘটনা ভিডিও রেকর্ড করা হয়েছিল। তা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই গোটা দেশের মুখে কড়া সমালোচনায় পড়ে মধ্যপ্রদেশ সরকার। সেই রাজ্যে এক দলিত আদিবাসী ব্যক্তিকে এমন হেনস্থার ঘটনায় রাজনৈতিক তরজাও মারাত্মক আকার নেয়। এবার সেই নিগৃহীত ব্যক্তিকে নিজের বাসভবনে ডাকলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ভোপালের বাসভবনে ডেকে নিজে মাটিতে বসে সেই ব্যক্তি পা ধুয়ে দিলেন খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। পরিয়ে দিলেন মালা। শুধু তাই নয়, সেই ব্যক্তির কাছে ক্ষমাপ্রার্থনাও করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর বাসভবনে টেবিলে পাশাপাশি বসে ওই ব্য়ক্তির সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন মুখ্য়মন্ত্রী। সেই সময় কথাও বলতে দেখা যায় তাঁদের।
কদিন আগে মধ্যপ্রদেশের সিধি জেলার কুরবি গ্রামে ওই ব্যক্তিকে ভয়াবহ হেনস্থা করা হয়েছিল। প্রভেশ শুক্লা নামে এক ব্যক্তি ওই দলিত যুবক দশমত রাওয়াতের গায়ে প্রস্রাব করেন। সেই ভিডিও পরে ভাইরাল হয়। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ ছিলেন। ভিডিও ভাইরাল হতেই গোটা দেশ থেকে ধিক্কার বার্তা আসতে থাকে। সে রাজ্যের বিরোধীদলগুলিও সরকারকে নিশানা করে আক্রমণ করতে শুরু করে। ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি ২৯৪, ৫০৪ ধারায়, SC/ST আইনে এবং NSA আইনে মামলা রুজু হয়। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ওই ঘটনার কড়া সমালোচনা করে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন।
তারপরে বৃহস্পতিবার নিগৃহীত যুবককে নিজের বাসভবনে ডাকেন তিনি, নিজে হাতে আপ্যায়ন করেন। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, শিবরাজ সিং চৌহান বলেছেন, 'আমার মানসিক যন্ত্রণা কমাতে আমি দশমতকে আজ ডেকেছিলাম।'
দশমতের পা ধুয়ে দেওয়ার ভিডিও ট্যুইট করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমি এই ভিডিও শেয়ার করছি যাতে সবাই এটা বুঝে নেন যে যতক্ষণ মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান রয়েছে ততক্ষণ জনসাধারণই ভগবান। এমন ঘটনা বরদাস্ত করা হবে না। আমার রাজ্যের সকল মানুষের সম্মানই আমার সম্মান।'
২০২৩-এর শেষের দিকেই মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন হতে পারে। মধ্যপ্রদেশের বাসিন্দাদের একটি বড় অংশ আদিবাসী সম্প্রদায়ভুক্ত। আগামী লোকসভা নির্বাচনের আগে যে কটি বড় রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার মধ্যে একটি মধ্যপ্রদেশ।
আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন