Shocking: ৬ মাস পাকস্থলীতে ফোন নিয়ে ঘুরে বেড়ালেন ব্যক্তি, অবশেষে অপারেশন
সংবাদমাধ্যম সূত্রের খবর তিনি ভেবেছিলেন শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায়, রেচন পদার্থের মাধ্যমে ওই ফোন তাঁর শরীরের বাইরে বেরিয়ে আসবে নিজের থেকেই।
নয়া দিল্লি: একটি আস্ত মোবাইল ফোন 'গিলে ফেলেছিলেন' এক ব্যক্তি। লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেননি। কিন্তু সেই মোবাইলই যে কাল হতে চলেছে কয়েক মাস পড়ে সেই বিপদের আঁচও করতে পারেননি। কী কারণে মোবাইল গিলে ফেলেছিলেন তা জানা যায়নি। তবে সংবাদমাধ্যম সূত্রের খবর তিনি ভেবেছিলেন শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায়, রেচন পদার্থের মাধ্যমে ওই ফোন তাঁর শরীরের বাইরে বেরিয়ে আসবে নিজের থেকেই।
আর সেই অপেক্ষা করতে গিয়ে পাকস্থলীতে ফোন নিয়েই কাটিয়ে ফেললেন ৬ মাস। এর ফলে পেটে আচমকাই শুরু হয় ব্যথা। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মিশরের বাসিন্দাকে। বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই, ফলে রোগের ঠিক কারণ তা বুঝতে বেগ পেতে হয়েছিল চিকিৎসকদের। এরপরও ব্যথা বাড়তে শুরু করলে চিকিৎসকরা তাঁর পেটের এক্সরে করেন। তখনই চোখ কপালে ওঠে ডাক্তারদের। পেটের মধ্যে আস্ত একখানা ফোন। '
এদিকে, পেটে প্রায় ৬ মাস ধরে ফোন আটকে থাকায় ওই ব্যক্তির অন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।চিকিৎসক অস্ত্রোপচার করে ফোনটি বার করেন। পেট থেকে বেরোনো সেই ফোনটিকে দেখে মনে হবে আস্ত একটা সাবান। কিন্তু সেটা ভাবলে ভুল হবে। এটিই সেই মোবাইল যা দীর্ঘ ৬ মাস ধরে মিশরীয় ব্যক্তির পেটের মধ্যে ছিল।
তার মধ্যে ফোনটি পাকস্থলীতে থাকায় ওই ব্যক্তি যে খাবারই খাচ্ছিলেন সেগুলি হজম হচ্ছিল না। ফলে পেটে ব্যথা শুরু হয়। পরিস্থিতি যখন বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছয়।