(Source: ECI/ABP News/ABP Majha)
হাম্পটি-র ৬ বছর, ভুলে গেলেন সিদ্ধার্থের কথা? ফের স্বজনপোষণে অভিযুক্ত কর্ণ
আর সেটা নিয়ে বেজায় চটে গিয়েছেন সিদ্ধার্থের ভক্তরা। তাঁরা বলতে শুরু করে দিয়েছেন, একেই বলে নেপোটিজম।
6 years and they're still going strong 💕 Celebrating the new-age filmy love story that remains timeless! 😍 #6YearsOfHSKD#HumptySharmaKiDulhania @karanjohar @apoorvamehta18 @Varun_dvn @aliaa08 #ShashankKhaitan #HSKD pic.twitter.com/rMfTGEb2jH
— Dharma Productions (@DharmaMovies) July 11, 2020
আর সেটা নিয়ে বেজায় চটে গিয়েছেন সিদ্ধার্থের ভক্তরা। তাঁরা বলতে শুরু করে দিয়েছেন, একেই বলে নেপোটিজম। স্টার পরিবারের ছেলেমেয়েদেরই ছবির সাফল্যের কৃতিত্ব দিতে চেয়েছেন কর্ণ। সে জন্যই খুব সচেতনভাবে পোস্টের ট্যাগে স্থান পাননি সিদ্ধার্থ।
Just another example of how nepotism works 🙂🔪 https://t.co/KvJlfDlXtV
— 𝐙🤍✨ (@imoveritBYEE) July 11, 2020
When I first watched the movie I immediately got attracted to Sid because of how well he acted. I almost forgot Varun was in the movie.
Y’all ain’t shit, this proves again that NEPOTISM EXISTS @DharmaMovies TRASH ASF https://t.co/jCPzG6W6Wn
— hiza ~ѕι∂ мєяι נααи нαι🖤 (@nakhrehiza) July 11, 2020
Can i give a tight slap to all these people
We are celebrating 6 years because Sidharth was in this movie
That's nepotism @karanjohar
Sidharth was an important part of this movie
Least u could have done is mentioned him https://t.co/fGNlGGSOfB
— 𝓝𝓲𝓭𝔃_𝔀𝓻𝓲𝓽𝓮𝓼 💫🦋 (@nirvana_nidz) July 11, 2020
মনে রাখা দরকার, সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ হিসেবে সবচেয়ে বেশি নিন্দিত হয়েছে ইন্ডাস্ট্রির স্বজনপোষণ। বার বার বলা হয়েছে যে স্টার পরিবারের ছেলে নন বলেই কায়দা করে সুশান্তকে প্রাপ্য জায়গা পেতে দেওয়া হয়নি দিনের পর দিন, আর সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে বিরাট সংখ্যক অভিযোগের তীর ছুটে আসে কর্ণের দিকে। কিন্তু সেই প্রসঙ্গ ফিকে হওয়ার আগেই ফের একবার নেপোটিজমের অভিযোগে বিদ্ধ হলেন তিনি।