Sonia Gandhi Meeting : করোনা মোকাবিলায় সর্বদলীয় বৈঠক ডাকুন, প্রধানমন্ত্রীর উদ্দেশে আর্জি সনিয়ার
দলীয় সাংসদদের নিয়ে করোনা ইস্যুতে বৈঠক করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।
![Sonia Gandhi Meeting : করোনা মোকাবিলায় সর্বদলীয় বৈঠক ডাকুন, প্রধানমন্ত্রীর উদ্দেশে আর্জি সনিয়ার Sonia Gandhi Chairs Meeting With Party MPs to Discuss COVID-19 Pandemic Situation India Sonia Gandhi Meeting : করোনা মোকাবিলায় সর্বদলীয় বৈঠক ডাকুন, প্রধানমন্ত্রীর উদ্দেশে আর্জি সনিয়ার](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2016/11/22120914/sonia-gandhi.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : করোনা মোকাবিলায় মোদি সরকারের বিরুদ্ধে বার বার ব্যর্থতার অভিযোগ তুলেছে কংগ্রেস। এদিকে দেশে রোজই সংক্রমণ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সর্বদলীয় বৈঠকের আর্জি জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪.১৪ লক্ষর বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩ হাজার ৯০০ জনের বেশির। এই অবস্থায় আজ করোনা পরিস্থিতি নিয়ে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন সনিয়া। দলের লোকসভা ও রাজ্যসভার সদস্যদের মতামত জানতে চান তিনি।
বলেন, কোভিড পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। যৌথ কমিটিকে করোনা মোকাবিলায় একসঙ্গে লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করতে হবে।
তাঁর অভিযোগ, সিস্টেম ভেঙে পড়েনি। কিন্তু, মোদি সরকার ভারতের ক্ষমতা এবং অর্থনীতিকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। অক্সিজেন, ওষুধ ও ভেন্টিলেটর সরবরাহ প্রক্রিয়া আরও শক্তিশালী করেনি এই সরকার। দেশবাসীর প্রয়োজন মেটাতে সময়ে ভ্যাকসিন অর্ডার করতে পারেনি।
এপ্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের লেখা চিঠির কথা তুলে ধরেন তিনি। বলেন, গঠনমূলক আলোচনা চাওয়া হয়েছিল। কিন্তু, কেন্দ্র তাতে কর্ণপাত করেনি। আরও বলেন, প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য কেন্দ্রীয় বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যদিও মোদি সরকার এই বোঝা রাজ্য সরকারের উপর চাপিয়ে দিয়েছে। ভ্যাকসিনের আলাদা আলাদা দামের অনুমতিও দিয়েছে।
প্রসঙ্গত, করোনা ইস্যুতে কংগ্রেসের তিন সিনিয়র নেতা বারবার কেন্দ্রকে চিঠি লিখেছেন। শুক্রবার সকালেও রাহুল গান্ধি এক দফা চিঠি লেখেন। মনমোহন সিংয়ের লেখা চিঠি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় দলের সব নেতা ও কর্মীকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানান সনিয়া। পাশাপাশি সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রশংসা করেন। শেষমেশ কেন্দ্রকে আরও একবার সতর্ক করে দেন। বলেন, এই লড়াই "সরকারের সঙ্গে আমাদের" নয়, বরং "আমাদের সঙ্গে করোনার"।
এছাড়া সদ্য শেষ হওয়া দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন সনিয়া। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)