এক্সপ্লোর
রক্তচাপ স্বাভাবিক, সৌমিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল
আইটিইউ-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।

কলকাতা: করোনা আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। ওষুধ ছাড়াই স্বাভাবিক আছে রক্তচাপ। আছে তন্দ্রাচ্ছন্নভাব। ফুসফুস, হৃদযন্ত্র, প্রস্টেটে আগে থেকেই সমস্যা থাকায় সতর্ক রয়েছেন চিকিৎসকরা। গতকাল রাতে শারীরিক অবস্থার তাঁকে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়। করোনা আক্রান্ত হয়ে গত সপ্তাহে বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন তিনি। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়াণ অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা কমেছে। ওঠানামা করছে রক্তচাপ। আইটিইউ-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















