এক্সপ্লোর
Advertisement
অর্ধেক দাড়ি, অর্ধেক গোঁফ! ছবি পোস্ট করলেন কালিস, জানালেন কারণও
ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন জ্যাক কালিস। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে তাঁর ব্যাটিং ও বোলিং দর্শকদের মুগ্ধ করেছে। সেই কালিসই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে অনুরাগীদের চমকে দিয়েছেন।
নয়াদিল্লি: ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন জ্যাক কালিস। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে তাঁর ব্যাটিং ও বোলিং দর্শকদের মুগ্ধ করেছে। সেই কালিসই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে অনুরাগীদের চমকে দিয়েছেন। ছবিতে দেখা গিয়েছে, কালিসের গোঁফ ও দাড়ির অর্ধেক ছাঁটা। মুখের একদিকে ক্লিন সেভ, অন্যদিকে রয়েছে দাড়ি, গোঁফ! এক কারণও জানিয়েছেন কালিস। তিনি বলেছেন, গন্ডার সংরক্ষণ ও গলফের উন্নয়ণের জন্য অর্থ সংগ্রহের জন্যই এই লুক তাঁর। আর এমনটা দেখা যাবে নভেম্বরের শেষ পর্যন্ত। গত বুধবার ছবিটি পোস্ট করে কালিস লিখেছেন, সামনের কয়েকটা দিন বেশ উত্তেজক হতে চলেছে।
কালিস আরও জানিয়েছেন, তাঁর এই সাহসী উদ্যোগে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ৪,৮০,০০০ র্যা ন্ড সংগ্রহ হয়েছে। পুরুষদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার জন্য নভেম্বরটা সাধারণত পুরুষরা গোঁফ রাখেন। সেখানে কালিস অর্ধেক দাড়ি ও গোঁফ ছেঁটে ছবি পোস্ট করলেন মহত্ উদ্দেশে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনও গন্ডার সংরক্ষণের সমর্থক ও গলফ প্লেয়ার। এই সাহসী পদক্ষেপের জন্য অন্যান্যদের মতো তিনিও কালিসের প্রশংসা করেছেন। কালিসের অনুরাগীরাও তাঁকে তাঁর উদ্যোগের বিষয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ আমার বলেছেন, এই দ্বৈত রূপ কালিসের খেলার দিনগুলির কথাই মনে করিয়ে দিচ্ছে, সেখানে ব্যাট ও বল-উভয় ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন। ১৬৬ টেস্ট, ৩২৮ একদিনের ম্যাচ ও ২৫ টি ২০ ম্যাচ খেলার পর ২০১৪-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কালিস। প্রায় ১৯ বছরের কেরিয়ারে সব ধরনের ফরম্যাটে মোট ২৫,৫৩৪ রান করেছেন। টেস্টে ১১,৫৭৯, একদিনের ক্রিকেটে ১৩,২৮৯ এবং টি ২০ তে ৬৬৬ রান করেছেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক কেরিয়ারে ৫০০-র বেশি উইকেট রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে ২৯২, টেস্টে ২৭৩ এবং টি ২০ তে ১২ উইকেট নিয়েছেন তিনি।Going to be an interesting few days 😂🙈@cutmaker @DunhillChamps @LeopardCreekCC #charity pic.twitter.com/0NjmeCzUuG
— Jacques Kallis (@jacqueskallis75) November 27, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement