এক্সপ্লোর
Advertisement
হরিয়ানায় দশম শ্রেণির পরীক্ষায় অঙ্কে মাত্র ২! পুনর্মূল্যায়নে ১০০ পেলেন বিশেষভাবে সক্ষম ছাত্রী
কিন্তু কেন এমন হল? জানা গিয়েছে, আংশিক দৃষ্টিহীনদের জন্য পরীক্ষার খাতা দেখার যে নিয়ম রয়েছে তা মানা হয়নি। সেটা মেনে দেখার পর সুপ্রিয়ার অঙ্কের নম্বর বেড়ে যায়।
হরিয়ানা: সব বিষয়ে ৯০ শতাংশ নম্বর পেয়েছিলেন বিশেষভাবে সক্ষম ছাত্রী সুপ্রিয়া। কিন্তু অঙ্কে মাত্র ২! পুনর্মূল্যায়ন হতেই একশোয় একশো পেয়ে গেলেন। এমনই ঘটনা ঘটেছে হরিয়ানায়।
করোনার জেরে স্কুল-কলেজ বন্ধ। বিভিন্ন রাজ্য স্কুল, পড়াশোনা ও পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের নিয়ম করেছে। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার শেষে রেজাল্ট বার করেছে বিভিন্ন বোর্ড।করোনা ভাইরাসের মধ্যে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসেছিলেন সুপ্রিয়া। সব বিষয়ে দারুণ নম্বর পেলেও অঙ্কের নম্বর দেখে হতাশ হয়ে পড়েন। সুপ্রিয়ার কথায়, "অঙ্কে মাত্র ২ পেয়ে আমি ভেঙে পড়েছিলাম। কী করে এত কম নম্বর পেতে পারি বুঝতেই পারছিলাম না। বাবা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। তার পরে আমি অঙ্কে ১০০ পাই।" কিন্তু কেন এমন হল? জানা গিয়েছে, আংশিক দৃষ্টিহীনদের জন্য পরীক্ষার খাতা দেখার যে নিয়ম রয়েছে তা মানা হয়নি। সেটা মেনে দেখার পর সুপ্রিয়ার অঙ্কের নম্বর বেড়ে যায়। তবে বোর্ডের কাছে সুপ্রিয়ার আবেদন তার সঙ্গে যা হয়েছে তা যেন আর কারও সঙ্গে না হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার
Advertisement