এক্সপ্লোর
বিহারে কাজ করতে গিয়ে ৩ বাঙালি যুবকের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগ, খুন

বর্ধমান/হুগলি: পেটের টানে ভিনরাজ্যে গিয়ে রহস্যময়ভাবে মারা গিয়েছেন ৩ বাঙালি যুবক। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের। দুগ্ধ প্রকল্পের রেফ্রিজারেশন সিস্টেমের কাজের জন্য সরস্বতী পুজোর পরদিন বাড়ি ছেড়েছিলেন বর্ধমান ও হুগলির তিন যুবক। গিয়েছিলেন পটনায়। কিন্তু, আর ফেরা হল না। সেখানে রহস্যমৃত্যু হল তিনজনেরই।
মৃতদের মধ্যে উদয় দাসের বয়স ২৬। বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরে। হুগলির তারকেশ্বরের বাসিন্দা অভিমন্যু বেরার বয়স ৩৪ ও মৃত তৃতীয় যুবকের নাম ইন্দ্রজিৎ জানা। তিনিও তারকেশ্বরের বাসিন্দা, বয়স ২১। মৃতদের পরিবারের বক্তব্য, সোমবার শেষবার তিনজনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। তাঁরা জানিয়েছিলেন, কাজ শেষ, দ্রুত ফিরে আসবেন। কিন্তু, এরপরই হঠাৎ খবর আসে তাঁদের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, হিমঘরের মধ্যে আটকে মৃত্যু হয়েছে। তাঁদের খুন করা হয়েছে। মৃতদেহ আনতে তিনজনের পরিবারই পটনায় পৌঁছেছে।
মৃতদের মধ্যে উদয় দাসের বয়স ২৬। বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরে। হুগলির তারকেশ্বরের বাসিন্দা অভিমন্যু বেরার বয়স ৩৪ ও মৃত তৃতীয় যুবকের নাম ইন্দ্রজিৎ জানা। তিনিও তারকেশ্বরের বাসিন্দা, বয়স ২১। মৃতদের পরিবারের বক্তব্য, সোমবার শেষবার তিনজনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। তাঁরা জানিয়েছিলেন, কাজ শেষ, দ্রুত ফিরে আসবেন। কিন্তু, এরপরই হঠাৎ খবর আসে তাঁদের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, হিমঘরের মধ্যে আটকে মৃত্যু হয়েছে। তাঁদের খুন করা হয়েছে। মৃতদেহ আনতে তিনজনের পরিবারই পটনায় পৌঁছেছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















