এক্সপ্লোর
Advertisement
মদ্যপানের প্রতিবাদ, নাতনীকে কটূক্তি, রুখে দাঁড়ানোয় বৃদ্ধকে গাড়িতে পিষে খুন, ধৃত অভিযুক্ত গাড়িচালক
নদিয়া:প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় নাতনিকে কটূক্তির অভিযোগ। রুখে দাঁড়ানোয় বৃদ্ধকে গাড়ির চাকায় পিষে খুন। আটক অভিযুক্ত গাড়িচালক। ঘটনাস্থল নদিয়ার হোগলবেড়িয়া।
নাতনির সম্মান বাঁচাতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন দাদু! অভিযোগ, প্রতিবাদী এই বৃদ্ধকে গাড়ির চাকায় পিষে মারে অভিযুক্তরা!
নদিয়ার হোগলবেড়িয়া থানার স্বপনপুর গ্রাম। এখানেই সপরিবারে থাকতেন সত্তর বছরের তমশের মণ্ডল।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল ৯টা নাগাদ বৃদ্ধের বাড়ির পাশে বন্ধুদের নিয়ে প্রকাশ্যে মদ্যপান করছিল টিঙ্কু মণ্ডল নামে স্থানীয় এক গাড়িচালক। অভিযোগ, তমশেরের নাতনিদের উদ্দেশে কটূক্তি করছিল টিঙ্কু ও তার সঙ্গীরা। এরপর বাড়ি থেকে বেরিয়ে ঘটনার প্রতিবাদ করে তমশেরের নাতনিরা। অভিযোগ, সেইসময় তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। চিত্কার-চেঁচামেচি শুনে বাইরে আসেন বৃদ্ধ তমশের। পরিবারের দাবি, মদ্যপান ও কটূক্তির প্রতিবাদ করলে এই বৃদ্ধকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয়!
পাড়ার লোকজন জড়ো হলে, তখনকার মতো পালিয়ে যায় অভিযুক্তরা। কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে ফিরে আসতে পারে, তা বোধহয় স্বপ্নেও ভাবেনি তমশেরের পরিবার! অভিযোগ, তমশের যখন বাড়ির পাশে করিমপুর-বহরমপুর রাজ্য সড়কের ধারে দাঁড়িয়েছিলেন, তখন টিঙ্কু মণ্ডল গাড়ি নিয়ে এসে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বৃদ্ধ।
বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তমশেরের। ঘটনার খবর পেয়ে গ্রামে যায় পুলিশ। অভিযুক্ত টিঙ্কু মণ্ডলকে আটক করেছে তারা। বাজেয়াপ্ত হয়েছে তার গাড়িটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
খবর
খবর
Advertisement