এক্সপ্লোর
কোচবিহারে ‘উধাও’ মাধ্যমিকের ইংরেজির ৭৩টি উত্তরপত্র, তল্লাশি চালাচ্ছে পুলিশ
যে শিক্ষক খাতাগুলি নিয়ে যাচ্ছিলেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুভেন্দু ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, কোচবিহার: ‘উধাও’ মাধ্যমিকের ইংরেজি খাতা। এখনও হদিশ নেই ৭৩টি উত্তরপত্রের। ২৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। চলছে খাতা দেখা। এরই মধ্যে উত্তরপত্র হারিয়ে যাওয়ার অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন দেওচড়াই হাইস্কুলের এক শিক্ষক। তাঁর দাবি, প্রধান পরীক্ষকের কাছে খাতা পৌঁছে দিতে শুক্রবার মোটরবাইকে করে তুফানগঞ্জ থেকে দিনহাটায় যাচ্ছিলেন তিনি। মোটরবাইকের পিছনে একটি ব্যাগে ছিল খাতাগুলি। হঠাৎই মাঝরাস্তায় পড়ে যায় ব্যাগটি। কিন্তু বুঝতে পারেননি তিনি। রাতেই খবর আসে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, তুফানগঞ্জ থানার পুলিশের সঙ্গে কথা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব খাতাগুলি উদ্ধারের করতে বলেছি। যে শিক্ষক খাতাগুলি নিয়ে যাচ্ছিলেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে, যে রাস্তা দিয়ে ওই শিক্ষক মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন, সেখানে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের বলা হয়েছে, হারিয়ে যাওয়া খাতার হদিশ পেলে যেন খবর দেওয়া হয়। যদিও যে শিক্ষকের মোটরবাইক থেকে মাধ্যমিকের ইংরেজির খাতা হারিয়ে গিয়েছে বলে অভিযোগ, সেই শিক্ষক সংবাদমাধ্যমের সামনে আসতে নারাজ। প্রতিক্রিয়া দিতে চায়নি স্কুল কর্তৃপক্ষও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















