শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীকে খুনের অভিযোগের তদন্তে ৮ পুলিশকর্মীকে ভবানী ভবনে তলব
শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের কাছেই যে ব্যারাক, সেখানে কর্মরত ছিলেন ওই পুলিশ কর্মীরা।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীকে খুনের অভিযোগের তদন্তে ৮ জন পুলিশকর্মীকে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে তলব করা হল। সূত্রের খবর, ওই ৮ কর্মী ঘটনার সময় শুভেন্দুর নিরাপত্তায় নিযুক্ত ছিলেন। শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের কাছেই যে ব্যারাক, সেখানে কর্মরত ছিলেন ওই পুলিশ কর্মীরা।
২০১৮ সালের ১৩ অক্টোবর, সকাল সাড়ে ১০টা নাগাদ, গুলিবিদ্ধ হন রাজ্যের তত্কালীন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপি। এরপরই মৃত্যু হয় তাঁর। শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন তুলে কাঁথি থানায় FIR করেছেন মৃতের স্ত্রী।
খুন না আত্মহত্যা? শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে? তারই উত্তর পেতে তদন্ত করছে সিআইডি। এর আগে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় গিয়ে, পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। মঙ্গলবারও জিজ্ঞাসাবাদপর্ব চলে ভবানী ভবনে।
শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে মাত্র ৩০ মিটারের মধ্যে ব্যারাক। সিআইডি সূত্রে খবর, গতকাল মঙ্গলবার কাঁথি থানার তৎকালীন আইসি এক এএসআই ও কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সূত্রে আরও খবর, শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কীভাবে তদন্ত হয়েছে? তদন্তে কী তথ্য উঠে এসেছিল? তা জানতেই ওই তিন পুলিশকর্মীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল, প্রায় ৪ ঘণ্টা ধরে এই জিজ্ঞাসাবাদ পর্ব চলে। সূত্রের খবর, এরপর প্রয়োজনে তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
গত সপ্তাহে বুধবার এবং শনিবার প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায়, ৭২ ঘণ্টার মধ্যে ফের শুভেন্দু অধিকারীর বাড়ির দরজায় পৌঁছে যায় সিআইডি। রাজ্যের গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ওই দিন অধিকারী পরিবারের একজনকে তদন্তকারীদের সঙ্গে থাকতে বলা হয়। সেই মতো দিব্যেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শান্তিকুঞ্জ এবং পুলিশ ব্যারাকের ভিডিওগ্রাফি করেন তদন্তকারী অফিসাররা। এবার জিজ্ঞাসাবাদের জন্য দফায় দফায় পুলিশকর্মীদের তলব করছে সিআইডি।