(Source: Poll of Polls)
পাঁশকুড়ায় পরিত্যক্ত কারখানা চত্বর থেকে উদ্ধার যুবতীর অ্যাসিডে পোড়া বিবস্ত্র দেহ
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পরিত্যক্ত কারখানা চত্বর থেকে অজ্ঞাতপরিচয় যুবতীর বিবস্ত্র দেহ উদ্ধার। কয়েকদিন ধরেই বন্ধ কারখানা থেকে কটু গন্ধ ছড়াচ্ছিল গোটা এলাকায়। নাজেহাল হচ্ছিলেন পাঁশকুড়ার পীতপুর গ্রামের বাসিন্দারা! তাঁরা ভেবেছিলেন বন্ধ কারখানার মধ্যে কোনও পশুর মৃত্যু হয়েছে! ব্যাপারটা ঠিক কী, তা দেখতেই রবিবার সকালে কারখানায় ঢুকেছিলেন কয়েকজন। আর যা দেখলেন, তা এককথায় বীভৎস! মাটিতে পড়ে রয়েছে অজ্ঞাতপরিচয় তরুণীর বিবস্ত্র দেহ! মৃতের মুখ ও দেহের একাংশ অ্যাসিড দিয়ে পোড়ানো!! কিছুদূরে পাওয়া যায় একটি শাড়ি। সঙ্গে সঙ্গে খবর যায় পাঁশকুড়া থানায়। ভিড় জমান এলাকার বাসিন্দারা। ৩০ বছর ধরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পীতপুরে, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সিলিকন শেয়ার অ্যালয় নামে এই কারখানাটি। গোটা এলাকা ঝোপঝাড়ে ভর্তি। পাঁশকুড়া থানার পুলিশের অনুমান, এসবের সুযোগ নিয়েই মহিলার দেহ কারখানার ভিতরে ফেলে যায় আততায়ীরা। প্রমাণ লোপাটের জন্য মুখ ও দেহের একাংশ অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয় বলে অনুমান। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে। পাঁশকুড়া থানার পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এলাকার কোনও মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়নি। তাই খোঁজখবর নেওয়া হচ্ছে আশেপাশের থানাগুলিতেও।