এক্সপ্লোর
গোঘাটে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল, বৃহস্পতিবার হাতির আক্রমণে মৃত্যু যুবকের

গোঘাট: হুগলির গোঘাট থানা এলাকার বোড়াশোল গ্রামে হাতির আক্রমণে মৃত্যু যুবকের। মৃতের নাম জহিরুদ্দিন খান। বুধবার মাঝরাত থেকে গোঘাটের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি। বৃহস্পতিবার সন্ধেয় হাতিটিকে পশ্চিম মেদিনীপুরের চমকাইতলার জঙ্গলে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বনকর্মীরা। সেসময় সামনে পড়ে যান জহিরুদ্দিন।দাঁতালটি তাঁকে আছাড় মেরে মাটিতে ফেলে পেটে পা তুলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ২৬-এর ওই যুবকের। গোঘাট এলাকায় হাতির আক্রমণে এখনও পর্যন্ত ১ মহিলা-সহ ৩ জন আহত হয়েছেন। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















