এখনই লোকসভা ভোট হলে বঙ্গে এগিয়ে তৃণমূলই, অনেকটা পিছিয়ে দ্বিতীয় বিজেপি, ইঙ্গিত এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএস জনমত সমীক্ষায়
কলকাতা: সদ্য শেষ হল পঞ্চায়েত ভোট। বছর ঘুরলেই লোকসভা ভোট। কিন্তু, এখনই যদি লোকসভা ভোট হয়, তাহলে কি পঞ্চায়েতের বিপুল সাফল্য ধরে রাখতে পারবে তৃণমূল? রাজ্যে দ্রুত প্রধান বিরোধী দলের আসনে উঠে আসা বিজেপির গ্রাফ কি উর্ধ্বমুখীই থাকবে? বাংলার মানুষের মন আঁচ করতে সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ এবং লোকনীতি-সিএসডিএস। ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল ৩৯ শতাংশ ভোট পেয়েছিল। সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছে ৪২ শতাংশ ভোট। এখনই লোকসভা নির্বাচন হলে তারা পেতে পারে ৪৪ শতাংশ ভোট। ২০১৪-র লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ১৭ শতাংশ ভোট পেয়েছিল। সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পেয়েছে ১৭ শতাংশ ভোট। এখনই লোকসভা নির্বাচন হলে তারা পেতে পারে ২৪ শতাংশ ভোট। অর্থাৎ পদ্ম শিবিরের উর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত থাকার জোরালো সম্ভাবনা। ২০১৪-র লোকসভা নির্বাচনে বামেরা বঙ্গে ৩০ শতাংশ ভোট পেয়েছিল। সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বামেরা পেয়েছে ৮ শতাংশ ভোট। এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএস-এর সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে ট্রেন্ড অব্যাহত রেখে আরও ক্ষয়িষ্ণু হতে পারে বাম শক্তি। তারা পেতে পারে মাত্র ১৭ শতাংশ ভোট। ২০১৪-র লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস ১০ শতাংশ ভোট পেয়েছিল। সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছে ৪ শতাংশ ভোট। এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএস-এর সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে কংগ্রেস পেতে পারে ১১ শতাংশ ভোট। ২০১৪-র লোকসভা নির্বাচনে রাজ্যে অন্যানের ঝুলিতে ৪ শতাংশ ভোট গিয়েছিল। সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অন্যান্যের ঝুলিতে যায় প্রায় ২৯ শতাংশ শতাংশ ভোট। এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএস-এর সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে অন্যান্যের ঝুলিতে যেতে পারে ৪ শতাংশ ভোট।