এক্সপ্লোর
প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, 'মার' অভিভাবকদের, পাল্টা শিক্ষকের, স্কুলে তুলকালাম

শিলিগুড়ি: প্রধান শিক্ষককে মারধর অভিভাবকদের। পাল্টা মার প্রধান শিক্ষকেরও। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে শিলিগুড়িতে রেলের স্কুলে ধুন্ধুমার। ঘটনার সূত্রপাত, নার্সারির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে। এই অভিযোগে বৃহস্পতিবার স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রীর পরিবার ও পরিজনরা।প্রধান শিক্ষকের সঙ্গে তাঁদের বচসা হয়। এরপরই শুরু হয়ে যায় দু’পক্ষের খণ্ডযুদ্ধ। কিছুক্ষণ পর পুলিশ এসে, প্রধান শিক্ষককে উদ্ধার করে। তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময়ও চলে মার-পাল্টা মার। শিক্ষককে যখন প্রশ্ন করা হয়, প্রধান শিক্ষক হয়ে তিনি কী করে মহিলাকে মারতে পারেলন? উত্তরে প্রধান শিক্ষক বলেন, আমাকে মারল কেন? যদিও শিক্ষকদের একাংশের দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। স্কুলেরই এক শিক্ষক জানান, তিনি বিশ্বাস করেন না যে প্রধান শিক্ষক এরকম করতে পারেন। প্রধান শিক্ষককে ছেড়ে দেওয়ার দাবিতে, স্থানীয় পুলিশ আউট পোস্ট ঘেরাও করে স্কুলের ছাত্রীদের একাংশ। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে ঢুকে অভিভাবক প্রধান শিক্ষককে মারছেন, পাল্টা মার খেতে হচ্ছে অভিভাবকদেরও। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছবি কি আদৌ কাঙ্খিত? শিক্ষক বা অভিভাবকদের কাছে কী শিখবে ছোট ছোট পড়ুয়ারা?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















