(Source: ECI/ABP News/ABP Majha)
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সবংয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর অ্যাসিড হামলা
সবং: পশ্চিম মেদিনীপুরের সবংয়ে অ্যাসিড আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হামলার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তখন মাঝরাত। ঘুমে আছন্ন সবাই। অভিযোগ, তখনই কিশোরীর বাড়িতে চড়াও হয় প্রতিবেশী যুবক দিগ্বিজয় প্রধান। মাধ্যমিক পরীক্ষার্থীর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়। ঝলসে যায় মুখের একাংশ। কিশোরীর পাশে শুয়ে থাকা তাঁর মা ও এক বোনও অ্যাসিড হামলায় জখম হন। হাসপাতালে ভর্তি করা হয়েছে কিশোরীকে। কিন্তু কেন এই হামলা? আক্রান্ত কিশোরীর মায়ের দাবি, দ্বিগবিজয় বিবাহিত, আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, রাজি না হওয়ায় হামলা। এমনকী, প্রতিবেশীরাও জানান, দীর্ঘদিন ধরে কিশোরীকে উত্যক্ত করত অভিযুক্ত। তার শাস্তির দাবিও তোলেন তাঁরা। অভিযোগ, এর আগেও একবার বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করেছিল ওই প্রতিবেশী। তবে সেবার আর থানায় অভিযোগ দায়ের করেনি পরিবার। কিন্তু, এবার সবং থানায় এফআইআর দায়ের করেছে আক্রান্তের পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্তের পরিবার। অভাবের সংসার। কোনও মতে দিন গুজরান। তার মধ্যেও মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন মা-বাবা। কিন্তু, জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগেই অ্যাসিডে ঝলসে গেল মুখ। তাও হারতে নারাজ কিশোরী। হাসপাতালে বসেই মাধ্যমিক দিতে চায় সে। তাই প্রশাসনের কাছে এবিষয়ে আবেদনও জানিয়েছে আক্রান্তের পরিবার।