আকাঙ্খা হত্যা: রহস্য উদ্ঘাটনে উদয়নের দুই বান্ধবী এবং আকাঙ্খার এক বন্ধুর খোঁজে পুলিশ
বাঁকুড়া: আকাঙ্খা হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য। আকাঙ্খার মতো পূজা খাটোয়ানি নামে উদয়নের এক বাল্য বান্ধবীকেও আমেরিকায় চাকরি স্বপ্ন দেখিয়েছিল উদয়ন। কিন্তু, পূজার খোঁজ মিলছে না। জয়শ্রী নামে উদয়নের আরও এক বান্ধবীও নিখোঁজ। যোগাযোগ করা করা হয়ানি আকাঙ্খার বাল্যবন্ধু বিকাশ সিংহের সঙ্গেও। তদন্তকারীরা জানতে পেরেছেন, ভোপালের আরেরা নগরে বাড়ি পূজা খাটোয়ানির। ফেসবুক অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, সরকারি চাকরি করেন তিনি এবং অবিবাহিত। ভোপালের সেন্ট জোসেফ স্কুলে পূজার সঙ্গে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে উদয়ন। পুলিশ সূত্রে দাবি, পূজাকে রাষ্ট্রপুঞ্জে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উদয়ন। সেজন্য পূজার বায়োডাটাও তৈরি করেছিল সে। পুলিশ সূত্রে খবর, উদয়ন জেরায় জানিয়েছে, ২০১৪-র পর সোশ্যাল সাইটে ফের পূজার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠ। আকাঙ্খাকে খুনের পর, পূজা একাধিকবার উদয়নের ভোপালের বাড়িতে গিয়েছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, আকাঙ্খা খুনের দিন দুয়েক আগে পূজা ও পূজার মা-কে নিয়ে সিনেমাও দেখতে গিয়েছিল উদয়ন। কিন্তু, এখন পূজা কোথায় তা চেষ্টা করেও বের করতে পারেননি তদন্তকারীরা। উল্টে জয়শ্রী টাক নামে আরেক তরুণীর খোঁজ পেয়েছে পুলিশ। সূত্রের খবর, জয়শ্রীর বাড়িও ভোপালের আরেরা নগরে। জয়শ্রীর সঙ্গে উদয়নের প্রেমের সম্পর্ক ছিল এবং পরে তা ভেঙে যায়। উদয়ন জেরায় এমনটাই জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভোপালে উদয়নের বাড়ি থেকে জয়শ্রীর একাধিক ছবিও মিলেছে। পুলিশ সূত্রে আরও খবর, জয়শ্রীরও কোনও খোঁজ মিলছে না। ফোন নম্বর বা কোনও ফেসবুক প্রোফাইল মেলেনি। পুলিশের দাবি, জয়শ্রীকে নিয়ে প্রশ্ন করলেই, কৌশলে এড়িয়ে যাচ্ছে উদয়ন। অন্যদিকে, বিকাশ সিংহ নামে আকাঙ্খার এক বন্ধুরও খোঁজ মিলেছে। পুলিশ সূত্রে খবর, পটনার বাসিন্দা বিকাশ, কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন এবং বিবাহিত। এই বিকাশের সঙ্গেই আকাঙ্খার সম্পর্ক ছিল বলে জেরায় দাবি করেছে উদয়ন। যদিও আকঙ্খার কললিস্ট দেখে তেমন কোনও প্রমাণ পায়নি পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, গতবছর আকাঙ্খা খুনের ২দিন পর ১৭ জুলাই, বিকাশের সঙ্গে ২১ বার ফোনে কথা হয়েছে উদয়নের। পুলিশ সূত্রে খবর, জেরায় উদয়ন দাবি করেছে, আকাঙ্খার সঙ্গে বিকাশের কোনও সম্পর্ক ছিল কি না, জানতেই তাঁকে ফোন করেছিল সে। কিন্তু বিকাশ সিংহের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি পুলিশ। বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা জানিয়েছেন, ভোপাল পুলিশের সঙ্গে যৌথভাবে এই ৩ জনের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। এর মধ্যে জয়শ্রীর নিখোঁজ হওয়া পুলিশকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। কোনও রহস্য আছে কিনা, জানতে পারলে, আকাঙ্খা খুনের তদন্তের তথ্য মিলতে পারে বলে অনুমান পুলিশের।