মার্কিন টিভি শো দেখেই সিমেন্ট ঢেলে দেহ পোঁতার অভিনব ছক, জেরায় বলেছে উদয়ন, দাবি পুলিশের
![মার্কিন টিভি শো দেখেই সিমেন্ট ঢেলে দেহ পোঁতার অভিনব ছক, জেরায় বলেছে উদয়ন, দাবি পুলিশের Akansha Murder Udayan Got The Weird Idea To Bury Body With Cement From Us Tv Show মার্কিন টিভি শো দেখেই সিমেন্ট ঢেলে দেহ পোঁতার অভিনব ছক, জেরায় বলেছে উদয়ন, দাবি পুলিশের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/08205654/830-pm-udayan-csi-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বাঁকুড়া: জনপ্রিয় মার্কিন টিভি শো! আর তার একটি বিশেষ এপিসোড দেখেই দেহ লোপাটের ছক মাথায় এসেছিল উদয়ন দাসের! পুলিশি জেরায় সে নিজেই এমনটা জানিয়েছে। ক্রাইম সিন ইনভেস্টিগেশন বা 'সিএসআই'! তদন্তমূলক জনপ্রিয় মার্কিন টিভি শো। এরই একটি বিশেষ এপিসোড হল ‘ডেভিলস নট’। বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হিরা জানিয়েছেন, পুলিশি জেরায় উদয়ন স্বীকার করেছে, এই ডেভিলস নট দেখার পরই, তার মাথায় আকাঙ্খার দেহ ট্রাঙ্কে ঢুকিয়ে, সিমেন্ট দিয়ে ভর্তি করে, তারপর বেদি বানিয়ে দেওয়ার ছক মাথায় আসে। পুলিশ সূত্রে খবর, জেরায় উদয়ন জানিয়েছে, ছাদে একজনকে দিয়ে সিমেন্ট মাখায় সে। তারপর নিজে আকাঙ্খার দেহ ট্রাঙ্কের মধ্যে ভরে, তারপর সিমেন্ট ঢেলে দেয়। এরপর তিনদিন ধরে বেদি তৈরি করে। পরে একজন মিস্ত্রি ডেকে বেদির ওপর মার্বেল বসিয়ে নেয় উদয়নের বাড়ি থেকে ইংরাজি ছবি ও শোয়ের প্রায় দু’হাজার সিডি পেয়েছে পুলিশ! উদয়নকে জেরা করতে গিয়ে পুলিশ ছত্রে ছত্রে তার আমেরিকা প্রীতির প্রমাণও পাচ্ছে। সূত্রের খবর জেরায় সে জানিয়েছে, ডেক্সটার, দ্য ওয়াকিং ডেডের মতো মার্কিন হরর ও ক্রাইম শোর পোকা যেমন সে ছিল, তেমনই ফ্রেন্ডস, টু ব্রোক গার্লসের মতো জনপ্রিয় মার্কিন কমেডি শোও নিয়মিত দেখত! এমনকি পুলিশকে অবাক করে দিয়ে উদয়ন এ-ও দাবি করেছে, তার না কি নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়ার ওপর তৈরি ‘ভারত এক খোঁজ’ তথ্যচিত্রও ভাল লাগত! বাঁকুড়ার পুলিশ সুপার দুই অতিরিক্ত পুলিশ সুপার সমেত ১০জন পুলিশ অফিসার মঙ্গলবার বিকেল থেকে ৬ ঘণ্টা ধরে উদয়নকে জেরা করে। আর তাতেই উঠে আসতে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)