Suvendu Joins BJP LIVE Updates: বড় নেতা হলে ১৯৯৬, ২০০১, ২০০৪ সালে হারলেন কেন, লক্ষ্মণ শেঠের কাছে হারলেন কেন? শুভেন্দুকে পাল্টা কল্যাণ
Suvendu Joins BJP LIVE Updates, Amit Shah West Bengal Rally: দু’দিনের সফরে রাজ্যে অমিত শাহ। আজ মেদিনীপুরে সভা। শুভেন্দু সহ তৃণমূলত্যাগী একাধিক নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনা। রবিবার বোলপুরে রোড শো।
LIVE
Background
মেদিনীপুর: আজ মেদিনীপুরে অমিত শাহর জনসভা। গতকালই কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শহরে পৌঁছেই ট্যুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লেখেন, ''কলকাতায় পৌঁছলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহামানবের এই পুণ্যভূমিকে শতকোটি প্রণাম জানাই। ''
শুক্রবারই তিনি ওঠেন নিউটাউনের একটি হোটেলে। শনিবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহর। সকালে হোটেলেই এনআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর যাবেন স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে। সেখান থেকে কলকাতা বিমানবন্দর। হেলিকপ্টারে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। সেখানে পৌঁছে সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর মেদিনীপুর শহরে ক্ষুদিরাম বসুর মূর্তি মাল্যদান করবেন অমিত শাহ। যাবেন হবিবপুরে ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতেও।
সেখান থেকে মেদিনীপুর ব্লকের কর্ণগড়ে, দেবী মহামায়া মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত। এবারের রাজ্য সফরে আজ মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা সনাতন সিংহর বাড়িতে শাহি মেনুতে থাকছে স্যালাড, ভাত, রুটি, পোস্ত দিয়ে খসলা শাক, লাউ দিয়ে মুগ ডাল, শুক্তো, ঢেঁড়স, উচ্ছে এবং পটল ভাজা, ফুলকপির তরকারি, টক দই, মিষ্টি, পাঁপড় এবং চাটনি। মাটির থালার ওপর কলা পাতায় খাবার পরিবেশন করা হবে অমিত শাহ-কে।
এরপর দুপুর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহ-র জনসভা। বিকেলে মেদিনীপুর থেকে হেলিকপ্টারে কলকাতায় ফিরে, রাতে হোটেলে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা অমিত শাহর।
রবিবার অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে। সকালে ১০টা ৫০ নাগাদ তাঁর হেলিকপ্টারে বীরভূমে যাওয়ার কথা। বেলা ১১টা নাগাদ বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দুপুর ১টা নাগাদ বীরভূমের পারুলডাঙায় এক বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ। ২টো থেকে ৪টে পর্যন্ত রোড শো। হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো-য়ে অংশ নেবেন অমিত শাহ। এরপর বোলপুরেই সাংবাদিক বৈঠক করে, অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফর উপলক্ষে রাজ্য প্রশাসনকে নিরাপত্তার নিশ্চিদ্র ব্যবস্থা করতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।