মত্ত অবস্থায় নার্সদের সঙ্গে অশালীন আচরণ মালিকের! নার্সিংহোম বন্ধের দাবিতে বিক্ষোভ বাঁকুড়ায়
স্থানীয় সূত্রে খবর, কর্মীদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। আজ বিকেলে রিসেপসনিস্ট এক নার্সকে চড় মারলে ক্ষিপ্ত হয়ে ওঠে নার্স ও কর্মীদের একাংশ।
তুহিন অধিকারী, বাঁকুড়া: রাতে মত্ত অবস্থায় নার্সিং কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন নার্সিংহোমের মালিক। মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করা হয়। এমনই নানা অভিযোগ তুলে নার্সিংহোম বন্ধের দাবিতে সসরব কর্মরত নার্স, ওয়ার্ড বয়সহ কর্মীদেরই একাংশ। পুলিশের সামনেই ধুন্ধুমার বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বেসরকারি নার্সিংহোমে।
স্থানীয় সূত্রে খবর, কর্মীদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। আজ বিকেলে রিসেপসনিস্ট এক নার্সকে চড় মারলে ক্ষিপ্ত হয়ে ওঠে নার্স ও কর্মীদের একাংশ। নার্সিংহোম বন্ধের দাবিতে সরব হন তাঁরা। মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি, শুরু হয় বিক্ষোভ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কবরডাঙ্গা এলাকার এই নার্সিংহোমের কর্মীদের দুটি গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধে নাগাদ ওই নার্সিংহোমেরই এক রিসেপসনিস্ট কর্মরত নার্সকে চড় মারেন। এতেই ঘটনা গুরুতর আকার নেয়। এর পরই কর্মরত কর্মীদের একটা বড় অংশ সম্মিলিতভাবে প্রতিবাদে সরব হন। পাশাপাশি ওই নার্সিংহোমের বিভিন্ন বেনিয়মের বিষয়টি উল্লেখ করে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হন।
মহকুমা শাসকের কাছে লিখিতভাবে ওই হাসপাতাল বন্ধের আবেদন জানানোর পাশাপাশি বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষুব্ধ কর্মীদের একাংশ। বিক্ষোভকারী নার্সিং কর্মীদের দাবি প্রায় প্রতিদিন রাতে নার্সিংহোমের মালিক মদ্যপ অবস্থায় নার্সিংহোমে এসে নার্সিং কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। নার্সিংহোমের ভেতর নির্দিষ্ট কয়েকজন মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণও করা হয় বলে অভিযোগ তোলেন তাঁরা।
নার্সিংহোমের মালিকের মদতে দু একজন মহিলাকর্মী অন্যান্য কর্মীদের উপর দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। শেষ নয় এখানেও, ওই নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী সংক্রান্ত একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগও তুলেছেন বিক্ষোভকারীদের একাংশ। এ দিন নার্সিংহোম নিয়ে একাধিক অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখান কর্মীরা। ছড়ায় উত্তেজনা। সবমিলিয়ে কর্মীদের পুঞ্জিভূত ক্ষোভেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এদিন।