গুরুঙ্গের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, শুনানি শুক্রবার
নয়াদিল্লি: স্বস্তির মধ্যেই চাপ বাড়ল গুরুঙের! সুপ্রিম কোর্টে আবেদন জানাল রাজ্যও। সরকারের দাবি, তাদের বক্তব্য না শুনেই গুরুংকে দু’সপ্তাহের জন্য ছাড় দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য সরকারের বক্তব্য শোনা হোক, বলে আর্জি জানানো হয়। রাজ্যের এই আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে, শুক্রবারই এনিয়ে রাজ্য সরকারের বক্তব্য শোনা হবে। পাহাড়ে সাম্প্রতিক অশান্তির পিছনে তাঁর হাত নেই, অকারণে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই দাবি করে অন্তবর্তী জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গুরুঙ। সেই আবেদনের প্রেক্ষিতে সোমবার সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বিমল গুরুঙের বিরুদ্ধে রাজ্য পুলিশ বা অন্য কোনও সরকারি সংস্থা কোনও রকম দমনমূলক ব্যবস্থা নিতে পারবে না। শুনানি ২ সপ্তাহ পর। সুপ্রিম কোর্টের এই রায়ে কিছুটা হলেও স্বস্তি পান গুরুং। কিন্তু সেই নির্দেশের প্রেক্ষিতেই এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার।