এক্সপ্লোর
Advertisement
'আমরা দাদার অনুগামী',শুভেন্দু অধিকারীর পাশে থাকার বার্তা দিয়ে পোস্টার এবার সিউড়িতে, বাগযুদ্ধে তৃণমূল ও বিজেপি
ফের রাজ্যর মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে থাকার বার্তা দিয়ে পোস্টার। এবার বীরভূমের সিউড়ি শহরের একাধিক জায়গায় দেখা গেল এমনই বহু পোস্টার। যাতে লেখা রয়েছে, 'শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আমরা দাদার অনুগামী'।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ফের রাজ্যর মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে থাকার বার্তা দিয়ে পোস্টার। এবার বীরভূমের সিউড়ি শহরের একাধিক জায়গায় দেখা গেল এমনই বহু পোস্টার। যাতে লেখা রয়েছে, 'শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আমরা দাদার অনুগামী'।
কারা এই পোস্টার দিল, তা নিয়ে কিছু জানা না গেলেও, যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সিউড়ির তৃণমূল কংগ্রেস নেতা অঞ্জন কর বলেছেন,তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল তৈরির জন্য এসব কিছুই পরিকল্পিতভাবে বিজেপি করাচ্ছে।
বীরভূম বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেছেন, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বিষয়, এরসঙ্গে বিজেপির কোনও যোগসূত্র নেই, বিজেপির নামে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল।
এর আগে পূর্ব বর্ধমানের কাটোয়ার গিধগ্রাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দুর নামে ফ্লেক্স টাঙিয়ে লক্ষ্মীপুজোর পরের দিন বস্ত্র বিতরণ করা হয়। দ্যোক্তাদের গলাতেও ঝোলানো ছিল শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যাজ।তাতে লেখা, আমরা দাদার অনুগামী
হুগলির তারকেশ্বরে বালিগড়ি ১ গ্রাম পঞ্চায়েতে আবার শুভেন্দু অধিকারী ফ্যানস অ্যাসোসিয়েশনের নামে দেওয়া হয় শারদীয়া শুভেচ্ছা জানিয়ে ফ্লেক্স।
এবার সিউড়িতে শুভেন্দুর নামে পোস্টার। পরপর ঘটনাক্রমে কাঁথির অধিকারী পরিবারের মেজ ছেলের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement