Jhargram: উপপ্রধানের দলবদল, বিজেপির হাতে থাকা ঝাড়গ্রামের ছত্রী পঞ্চায়েতের দখল নিল তৃণমূল
বিধানসভা ভোটের মুখে তিন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায়, সংখ্যাগরিষ্ঠ হয় শাসক দল।শুক্রবার বিজেপির উপপ্রধান তৃণমূলে যোগ দেওয়ার পর হয় ভোটাভুটি।৬-২ এ বোর্ড গড়ে তৃণমূল।
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: বিজেপির হাতে থাকা ঝাড়গ্রামের ছত্রী পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল। উপপ্রধানের দলবদলের জেরে পঞ্চায়েতের রং বদল। বিজেপিতে কাজের সুযোগ না থাকায় তৃণমূলে যোগ বলে দাবি দলত্যাগীর। ভয় দেখিয়ে দলবদল করানোর অভিযোগ করেছে বিজেপি।
এবারের বিধানসভা ভোটে ঝাড়গ্রাম জেলার চারটি আসনের সবকটিতে জিতেছে তৃণমূল।ভোটের পর এবার গোপীবল্লভপুরে বিজেপি পরিচালিত ছত্রী পঞ্চায়েতের দখল নিল শাসক দল। গত পঞ্চায়েত নির্বাচনে ছত্রী পঞ্চায়েতের ৮টি আসনের মধ্যে ৬টি পায় বিজেপি, ২টি যায় তৃণমূলের দখলে। বোর্ড গঠন করে গেরুয়া শিবির।
বিধানসভা ভোটের মুখে তিন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায়, সংখ্যাগরিষ্ঠ হয় শাসক দল।শুক্রবার বিজেপির উপপ্রধান তৃণমূলে যোগ দেওয়ার পর হয় ভোটাভুটি।৬-২ এ বোর্ড গড়ে তৃণমূল।
গোপীবল্লভপুরের ছত্রী পঞ্চায়েতের উপপ্রধান ও দলত্যাগী বিজেপি নেত্রী রাসমণি সোরেন বলেছেন,বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কাজ করতে পারছিলাম না, কাজ করব বলে তৃণমূলে যোগ দিলাম।
গোপীবল্লভপুর তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে ওঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। কয়েকজন বিজেপি কর্মীও যোগ দিয়েছেন, পঞ্চায়েত আমাদের দখলে এসেছে।
জঙ্গলমহলের পঞ্চায়েত হাতছাড়া হওয়ায় তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদকের অভিযোগ, ভয় ও প্রলোভন দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের দলবদল করিয়েছে তৃণমূল।নতুন বোর্ড গঠনের সাত দিনের মধ্যে হবে প্রধান নির্বাচন।
উল্লেখ্য, উত্তর দিনাজপুরে বিজেপির হাতে থাকা রায়গঞ্জের ১৪ নম্বর কমলাবাড়ি পঞ্চায়েতেরও দখল নিয়েছে তৃণমূল। প্রধান-সহ তিন বিজেপি সদস্যের দলবদলে বদলে যায় সমীকরণ।গত পঞ্চায়েত নির্বাচনে কমলাবাড়ি পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে ৯টি পায় বিজেপি, ৪টি যায় তৃণমূলের দখলে। বোর্ড গঠন করে গেরুয়া শিবির। প্রধান নির্বাচিত হন বিজেপির যমুনা বর্মন।বৃহস্পতিবার প্রধান-সহ তিন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায়, বদলে গেল বোর্ডের রং। এখানেও ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ করেছে গেরুয়া শিবির। পাল্টা তৃণমূলের হুঁশিয়ারি, উত্তর দিনাজপুরে আরও ভাঙবে বিজেপি।ইতিমধ্যেই মাটিকুণ্ডায় কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।