এক্সপ্লোর
Advertisement
ব্লিচিং পাউডারে হবে না, ডেঙ্গি তাড়াতে ধ্বংস করা হোক মশার ডিম, বলছেন বিশেষজ্ঞ
কলকাতা: ব্লিচিং পাউডার বা কীটনাশক ছড়িয়ে ডেঙ্গি নিয়ন্ত্রণে আনা যাবে না। ডেঙ্গিকে জব্দ করার ওষুধ একটাই- তা হল মশার বংশ ধ্বংস করা। সে জন্য মসার ডিম ধ্বংস করতে হবে। এক বিশেষজ্ঞ সংবাদসংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন।
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই পরিস্থিতিতে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বৈজ্ঞানিক দেবীশঙ্কর সুমন পিটিআইকে জানিয়েছেন, ব্লিচিং পাউডার দিয়ে ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব নয় কারণ ওই গুঁড়ো ডেঙ্গির মশার ডিম মারে না। এগুলির প্রভাব থাকে আধঘণ্টা থেকে এক ঘণ্টা মাত্র। এর ফলে শুধু মশা মরে, অক্ষত থাকে ডিম।
তাঁর বক্তব্য, ডেঙ্গি মশার প্রাথমিক উৎস যেখানে তারা ডিম পাড়ে সেই জায়গা। তাই ডিমগুলি আগে ধ্বংস করতে হবে। ডেঙ্গির মশার ডিম হল তাদের জীবনচক্রে সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়। তাই ওই ডিম পাড়ার ২৪ ঘণ্টার মধ্যে কীটনাশক স্প্রে করতে হবে, কারণ তারপর মশার ডিম নিজেদের চারপাশে একটা পরত তৈরি করে ফেলে, কোনও কীটনাশক তা ভেদ করতে পারে না।
ডেঙ্গি এই মরশুমে চরিত্র পালটে ফেলেছে বলে জনাকয়েক চিকিৎসক যে দাবি করেছেন তার সঙ্গে একমত নন দেবীশঙ্করবাবু। তাঁর বক্তব্য, ডেঙ্গি মশা বাড়িঘরের আশপাশে থাকে, এক লিটার জলে তা যেমন ডিম পাড়তে পারে, তেমন বোতলের ছিপির অল্প জলেও। তাই যেখানে সেখানে ব্লিচিং পাউডার ছড়িয়ে বেড়ানোর থেকে তাদের ডিম পাড়ার জায়গাটি খুঁজে বার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডেঙ্গির মশা ভেজা মাটিতেও ডিম পাড়ে। মাটি আবার ভেসে না গেলে ওই ডিম ১ বছর পর্যন্ত থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement