এক্সপ্লোর
দমদমে মাঠ দখল ঘিরে ২ পাড়ার সংঘর্ষ, আহত ৫

দমদম: দমদমের প্রমোদনগরে মাঠ দখলকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনায় মহিলাদের হেনস্থার অভিযোগ উঠেছে, ভাঙচুর করা হয়েছে স্থানীয় ক্লাব ও কমিউনিটি হল। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে উত্তেজিত জনতা। মাঠের দখল কাদের হাতে থাকবে, এ নিয়ে দিনকয়েক আগে নতুনপাড়া ও ৩ নম্বর প্রমোদনগর কলোনির মধ্যে বিবাদ বাধে। অভিযোগ, তার জেরে গতকাল রাতে প্রমোদনগরের কয়েকজন বাসিন্দা নতুনপাড়ার বাসিন্দাদের মারধর করে। পাল্টা নতুনপাড়ার বাসিন্দারা প্রমোদনগরে গিয়ে স্থানীয় ক্লাব, কমিউনিটি হল সহ একাধিক জায়গায় ভাঙচুর চালায়। মহিলাদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে স্থানীয়রা। নামানো হয় র্যাফ। দু’পক্ষই দমদম থানায় অভিযোগ দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে স্থানীয়রা। নামানো হয় র্যাফ। দু’পক্ষই দমদম থানায় অভিযোগ দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















