Corona Vaccine: ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ২৮ দিনের মধ্যে করা যাবে না রক্তদান
COVID-19 vaccine: দেশে ও রাজ্যে গত কয়েকদিন ধরে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এ নিয়ে উদ্বিগ্ন চিকিত্সকরা। এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ২৮ দিনের মধ্যে রক্তদান করা যাবে না। অর্থাত্, প্রথম ডোজ নেওয়ার ৫৬ দিনের মধ্যে কাউকে রক্ত দেওয়া যাবে না।
ফের করোনা সংক্রমণ চোখ রাঙাচ্ছে। দেশে ও রাজ্যে গত কয়েকদিন ধরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজার ২৮৫। দেশে গত ২৪ ঘণ্টায় তা ২৪ হাজার ৮২৮। মাঝখানে কিছুদিন কম থাকার পর ফেব্রুয়ারি মাস থেকেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যাও। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্যে করোনায় আক্রান্তের দৈনিক সংখ্যা ছিল অনেকটাই কম। ৮ তারিখ রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ১১৯। ৯ ফেব্রুয়ারি এই সংখ্যা ছিল ১৪৬ এবং ১০ ফেব্রুয়ারি ১৭৯। সেখানে এক মাস পর বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৯ মার্চ আক্রান্তের সংখ্যা ছিল ১৮৮, মৃত্যু হয় ১ জনের। ১০ মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৪১, দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২। ১১ মার্চ আক্রান্তের সংখ্যা ছিল ২৪৪, মৃত্যু হয় ৩ জনের। ১২ মার্চ রাজ্যে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৭৭, মৃত্যু হয়েছে ১ জনের। ভোটের মুখে যখন প্রতিদিনই মিটিং মিছিল হচ্ছে। তখন এই ভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় সিঁদুরে মেঘ দেখছেন চিকিত্সকরা।
চিকিৎসক প্রভাস প্রসূন গিরি বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ধাক্কা এসেছে। আমাদের এখানেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের গাছাড়া মনোভাবই এর জন্য দায়ী। আশঙ্কা থাকছেই। আবার ওয়েভ আসতে পারে। তাই এখন থেকেই সতর্ক হতে হবে।’
এরই মধ্যে চলছে করোনার টিকাকরণও। করোনা টিকাকরণে রাজ্য দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এখন রাজস্থানের পরই রয়েছে বাংলা। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত রাজ্যে ২২ লক্ষ ৪১ হাজার মানুষ করোনার ভ্যাকসিন নিয়েছেন।
করোনার ভ্যাকসিন যাঁরা নিচ্ছেন, তাঁদের জন্য নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সেই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ২৮ দিনের মধ্যে কেউ রক্তদান করতে পারবেন না। অর্থাত্, করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ৫৬ দিন পর রক্তদান করা যাবে। অথচ বছরের এই সময় রক্তের জোগানের সঙ্কট দেখা দেয়। কারণ, এই সময় রক্তদান শিবির কম হয়। ফলে এবছর রক্তের জোগানের সঙ্কট বাড়তে পারে বলে আশঙ্কা।