![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cyclone Yaas Update: শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, জেনে নিন কোন জেলায় কীরকম প্রভাব থাকবে আগামীকাল
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
![Cyclone Yaas Update: শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, জেনে নিন কোন জেলায় কীরকম প্রভাব থাকবে আগামীকাল Cyclone Yaas: Super Cyclone Yaas Looses strength, becomes Cyclone now, know how it will effect tommorow Cyclone Yaas Update: শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, জেনে নিন কোন জেলায় কীরকম প্রভাব থাকবে আগামীকাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/d2a9f36355560dd2c2c0735d82397011_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে এই মুহূর্তে শুধুমাত্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। যার ফলে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ৭০ থেকে ৯০ কিমি/ঘণ্টার কাছাকাছি। ইয়াস ঝাড়খণ্ডে ঢোকার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ৫৫-৭৫ কিমি/ঘণ্টা। তারপর ইয়াস গভীর নিম্নচাপে পরিণত হয়ে এরপর যাবে উত্তরপ্রদেশের দিকে।
এদিকে ইয়াসের প্রভাবে আগামীকাল পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হবে বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, অর্থাত্, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। পুরুলিয়া-বাঁকুড়া, পঃ মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০-৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শক্তি কমার ফলে রাজ্যের বৃষ্টি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
বুধবার সকালে ওড়িশার ধামড়ায় নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়ে ইয়াস। ঘণ্টাতিনেক ধরে চলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তছনছ করে ঝাড়খণ্ডের দিকে ঘূর্ণিঝড় ইয়াস। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণার বিস্তৃণ উপকূলবর্তী বেশিরভাগ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। সাগর থেকে হিঙ্গলগঞ্জ, দিঘা থেকে শংকরপুর সব জায়গাতেই ভরা কটালের জেরে প্রবল জলোচ্ছ্বাসের প্রভাব পড়ে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও কলকাতায় সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ইয়াসের জেরে।
একঝলকে ইয়াসের বর্তমান অবস্থা-
- শক্তি হারিয়ে এই মুহূর্তে শুধুমাত্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস।
- এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ ৭০ থেকে ৯০ কিমি/ঘণ্টায়।
- ঝাড়খণ্ডে ঢোকার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ৫৫-৭৫ কিমি/ঘণ্টা।
- তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে এরপর যাবে উত্তরপ্রদেশের দিকে।
- কাল পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইবে।
- পুরুলিয়া-বাঁকুড়া, পঃ মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০-৭০ কিমি বেগে ঝড়।
- কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
- কাল পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইবে।
- বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)