(Source: ECI/ABP News/ABP Majha)
Snake Poison Trade: পাচারের আগে উদ্ধার ২ জার ভর্তি সাপের বিষ! বাজারমূল্য জানলে চোখ কপালে উঠবে
অভিযুক্তদের ধরা না গেলেও শুধুমাত্র জার ২টি উদ্ধার হয়েছে। সেগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা বিএসএফের।
মুন্না আগরওয়াল, বালুরঘাট: পাচারের আগে দুটি জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ঘুমসি বিওপি-র বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সাপের বিষ উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা বলে জানা গিয়েছে ৷
দুটি জারের গায়ে ‘ফ্রান্স’ লিখা ছিল বলে স্থানীয় সূত্রে খবর। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ জওয়ানরা। বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া সাপের বিষ বালুরঘাট বনদফতরের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বনদফতরের কর্মীরা।
বালুরঘাট বনদফতরের বিট অফিসার নিখিল ক্ষেত্রী জানান, উদ্ধার হওয়া সাপের বিষের জার ২টি বালুরঘাট বনদফতরের হাতে তুলে দেন বিএসএফ জওয়ানরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়ন এবং বালুরঘাট বনদফতর। তদন্ত করে দেখা হচ্ছে এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে। বালুরঘাট বনদফতরের বিট অফিসার নিখিল ক্ষেত্রী জানান, উদ্ধার হওয়া পদার্থগুলি পরীক্ষার জন্য মুম্বাইয়ের পরীক্ষাগারে পাঠানো হবে।
অভিযুক্তদের ধরা না গেলেও শুধুমাত্র জার ২টি উদ্ধার হয়েছে। সেগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল বলে ধারণা বিএসএফের।