মোর্চার বনধ উপেক্ষা করেই ছন্দে ফিরছে দার্জিলিং, পুলিশি আশ্বাসে খুলল দোকানপাট
দার্জিলিং: টানা ৮৪ দিনের বনধ! বিপর্যস্ত জনজীবন! অনেক হয়েছে আর না। এবার বুঝিয়ে দিল পাহাড়। দার্জিলিঙ জেলার পানিঘাটায় বনধ উপেক্ষা করে ছন্দে ফেরার চেষ্টা পাহাড়বাসীর। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাহাড়ে ফিরে বনধ তোলার কথা ঘোষণা করেছিলেন বিনয় তামাং। কিন্তু মানুষের শত-দুর্ভোগেও বন্ধ তুলতে দেননি পলাতক বিমল গুরুং। এই প্রেক্ষাপটে এবার নিজেরাই সিদ্ধান্ত নিলেন পানিঘাটার বাসিন্দারা। গুরুংদের চোখ রাঙানি উপেক্ষা করে খুলল দোকানপাট। রবিবার রাতেই এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশের কাছে থেকে নিরাপত্তার আশ্বাসও মেলে। তারপরই ছন্দে ফেরা। স্থানীয় তৃণমূল নেতা রাজেন মুখিয়া বলেন, আন্দোলন হোক। কিন্তু এভাবে বনধ করে কেন। কাজ নেই। খাবার নেই। আশ্বাস মতো এলাকায় টহলও দিচ্ছে পুলিশ। যান চলাচলও শুরু হয়েছে। চা-বাগান থেকে পর্যটন। গুরুংদের পেশি-আস্ফালনে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ের অর্থনীতি। কাজ নেই, হাতে টাকা নেই, খাবার নেই। এই অবস্থায় বনধ উপেক্ষা করে এবার নিজেরাই পথে নামলেন পাহাড়বাসী।