এক্সপ্লোর
Advertisement
জন্মদিনেই রহস্যমৃত্যু শ্রীরামপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, সন্দেহের আঙুল দুই বন্ধুর দিকে
শ্রীরামপুর: জন্মদিনেই শেষ জীবন!মাত্র ২২ বছর বয়সে অকালে চলে যাওয়া।
কিন্তু কেন? কী ঘটেছিল শ্রীরামপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার সঙ্গে? সায়র করের রহস্যমৃত্যুর ঘটনায় এখন এই সব প্রশ্নের উত্তরই খুঁজছে পরিবার। তাঁদের অভিযোগ সায়রকে খুন করা হয়েছে। ইতিমধ্যে শেওড়াফুলি জিআরপিতে খুনের অভিযোগে এফআইআর দায়ের করেছে সায়রের পরিবার।
ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সায়রের ২ বন্ধু সুরজিৎ বণিক ও বিশাল বৈঠার নাম রয়েছে এফআইআর-এ।
বৃহস্পতিবার, জন্মদিন ছিল সায়রের। ছেলের জন্য পায়েস করেছিলেন মা। সকাল সকাল বাড়িতে চলে এসেছিলেন প্রিয়বন্ধু সুরজিৎ বণিকও। এরপর এক বান্ধবীর ফোন আসতেই সুরজিৎকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সায়র।
পায়েসটাও পুরো খাওয়া হয়নি। বলে গিয়েছিলেন, বাড়ি ফিরে বাকিটা খাবেন। কিন্তু আর খাওয়া হয়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ রিষড়া ও কোন্নগর স্টেশনের মাঝে রেললাইনে মেলে সায়রের দেহ। মৃতের পরিবারের দাবি, সারাদিন সায়রের সঙ্গেই থাকার কথা ছিল সুরজিতের। অথচ কিছুই জানেন না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সুরজিৎ।
রবিবারই সায়রের বন্ধু বিশাল বৈঠাকে জিজ্ঞাসাবাদ করেছে জিআরপি। সোমবার সুরজিৎ বণিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দু’জনেই সায়রের মৃত্যুর বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। তাহলে কীভাবে মৃত্যু হল সায়রের? ট্রেন থেকে পড়ে? না কি খুন? সূত্র সন্ধানে তদন্তকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement