এক্সপ্লোর
ছাত্রীকে ‘যৌন নির্যাতন’ শিক্ষকের,স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

উত্তর ২৪ পরগনা: যাঁর হাত ধরে শিক্ষার আলো দেখার কথা।সেই শিক্ষকের বিরুদ্ধেই স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। প্রতিবাদে স্কুলে আছড়ে পড়ল অভিভাবকদের রোষ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসাতের হৃদয়পুর। অভিযোগ, স্কুলের মধ্যেই চতুর্থ শ্রেণির ছাত্রীকে একাধিকবার যৌন নির্যাতন করেন, ওই স্কুলেরই এক শিক্ষক।এবিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি অভিভাবকদের। এরই প্রতিবাদে মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ঘটনাস্থলে যায় বারাসাত থানার পুলিশ। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পুলিশের সামনেই চলতে থাকে বিক্ষোভ। ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















