এক্সপ্লোর
তরুণকে বাড়িতে ডেকে গায়ে অ্যাসিড, পলাতক প্রেমিকার বাবা

ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তরুণের ওপর অ্যাসিড হামলা। অভিযুক্ত প্রেমিকার বাবা। আটক প্রেমিকা ও তাঁর মা। প্রতিবেশী তরুণের সঙ্গে বেশ কয়েকমাস আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় তরুণীর। কিন্তু এনিয়ে আপত্তি ছিল তরুণীর বাবার। অভিযোগ, গতকাল তরুণী প্রেমিককে ফোন করে বাড়িতে ডাকেন। তরুণকে দেখে প্রথমে তাঁকে মারধর করেন প্রেমিকার বাবা। এরপর তিনি তরুণের গায়ে অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন তরুণের পরিবারের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। ঘাটাল থানার পুলিশ প্রেমিকা ও তাঁর মাকে আটক করেছে।পলাতক প্রেমিকার বাবা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















